ডুমুরিয়ায় ছুরিকাঘাতে তরুণ খুন

ফাইল ছবি
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৪ | ১৮:০৭
খুলনার ডুমুরিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাসেল গাজী নামে এক তরুণ খুন হয়েছেন। গত সোমবার রাতে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের খর্নিয়া তেল পাম্পের কাছে এ ঘটনা ঘটে। নিহত রাসেল (২৪) সাতক্ষীরা সদর থানার দক্ষিণ কামারপাড়ার মৃত মোতালেব গাজীর ছেলে। তিনি একটি কোম্পানির ডেলিভারিম্যান ছিলেন।
ডুমুরিয়ায় প্রাণ কোম্পানির ডিলার মো. কাশেদ মোড়ল বলেন, রাসেল তাঁর অধীনে একজন ডেলিভারিম্যান ছিলেন। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কোম্পানির নানা ধরনের সামগ্রী উপজেলার বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ শেষ করে রাতে ডুমুরিয়ার টিপনা গ্রামে ফিরছিলেন।
পথিমধ্যে রাত ১০টার দিকে খর্নিয়া তেল পাম্পের কাছে পৌঁছালে ছিনতাইকারীরা তাঁর গাড়ির গতিরোধ করে। এ সময় রাসেলের কাছে থাকা টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এক পর্যায়ে রাসেলকে ছুরিকাঘাত করে এক লাখ টাকা ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ডুমুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ডুমুরিয়া থানার ওসি এমএ হক বলেন, মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান শুরু হয়েছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- খুলনা
- ডুমুরিয়া