ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হামলা-চাঁদাবাজির অভিযোগ

সাবেক এমপিসহ ৩২ জনের নামে মামলা

সাবেক এমপিসহ ৩২ জনের নামে মামলা

ফাইল ছবি

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি  

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ২০:৩৮

নাটোরের গুরুদাসপুরে যুবদল নেতাকর্মীর ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগে নাটোর-নওগাঁ সংরক্ষিত আসনের সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তিসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৩২ নেতাকর্মীর নামে মামলা হয়েছে। এ ঘটনায় রাতেই বিয়াঘাট ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন রান্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ।

বিএনপিকর্মী সালাহ উদ্দিন কাফি বাদী হয়ে বুধবার গুরুদাসপুর থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক প্রয়াত এমপি আব্দুল কুদ্দুসের ছেলে আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভন, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, কল্লোল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শুভাশীষ কবির, যুবলীগ নেতা জামান সরকারসহ ৩২ জন। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১৫ জনকে। 

এজাহারে বলা হয়েছে, ২০২২ সালের ৯ অক্টোবর উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব ও বিএনপিকর্মী সালাহ উদ্দিন কাফির কাছে সাবেক এমপি কোহেলী কুদ্দুস মুক্তি ও আসিফ আব্দুল্লাহ বীন কুদ্দুস শোভনের নির্দেশে আসামিরা দশ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে মিল্টন, রেজাউল করিম সবুজ ফকির, সুজন আহমেদ ও মবিদুল ইসলামের কাছে আসামিদের উপস্থিতিতে পাঁচ লাখ টাকা দেন সালাহ উদ্দিন কাফি। বাকি পাঁচ লাখ টাকা না দেওয়ায় ওই বছর ১১ নভেম্বর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, নুরুজ্জামান মিন্টু, বিএনপিকর্মী আরিফুল ইসলাম ও সালাহ উদ্দিন কাফিকে চাঁচকৈড় বাজারের ক্যাফে রোজ রেস্টুরেন্টে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। মাথায় হাঁসুয়ার কোপ লাগলে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম বিপ্লব লুটিয়ে পড়েন। সঙ্গে থাকা তিনজনও গুরুতর আহত হন। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তবে গ্রেপ্তারকৃত যুবলীগ নেতা শাহাদৎ হোসেন রান্টুর দাবি, তিনি ঘটনাস্থলে ছিলেন না। রাজনৈতিকভাবে তাঁকে এ মামলায় ফাঁসানো হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারওয়ার হোসেন বলেন, রাতেই শাহাদৎ হোসেন রান্টুকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

আরও পড়ুন

×