নন্দীগ্রামে যুবলীগের সাধারণ সম্পাদকসহ চারজন গ্রেপ্তার

ফাইল ছবি
নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ১৭:২৮
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুনসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন আওয়ামী লীগের নেতাকর্মী।
গ্রেপ্তার অন্য আসামিরা হলেন– পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম, কর্মী মাসুদ রানা ও ভাটরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইদুল ইসলাম। নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভাটরা ইউনিয়নে দলীয় সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় গত ১৫ সেপ্টেম্বর রাতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদী হয়ে নন্দীগ্রাম থানায় মামলা করেন। এতে ১১১ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়েছে। সে মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার আসামিদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রানা, সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আনিছুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মুকুল মিঞা, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, ফিরোজুর রহমান ফিরোজ, ভাটরা ইউপি চেয়ারম্যান মোরশেদুল বারী, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ, কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিকসহ দলীয় নেতাকর্মীর নাম রয়েছে।
- বিষয় :
- ককটেল বিস্ফোরণ
- মামলা
- গ্রেপ্তার
- বগুড়া
- নন্দীগ্রাম