দুর্গাপূজায় ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ হিলি স্থলবন্দরে

ফাইল ছবি
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪ | ২০:১৪
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে আমদানি-রপ্তানি ছয় দিন বন্ধ থাকবে। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম না চললেও বন্দরের অভ্যন্তরে লোড-আনলোড ও বৈধ যাত্রী পারাপার অব্যাহত থাকবে। আগামী ১৫ অক্টোবর আবারও চালু হবে আমদানি-রপ্তানি।
হিলি স্থলবন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার তথ্য জানিয়ে ইতোমধ্যে সংশ্লিষ্টদের চিঠি দিয়েছে ভারতীয় হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন। সংগঠনের সহসভাপতি রাজেশ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত পত্র পাওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের হিলি আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি বদিউজ্জামান জানান, দুর্গাপূজা উপলক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল স্বাভাবিক থাকবে।
- বিষয় :
- হিলি স্থলবন্দর