ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি নেতা সরোয়ারসহ ৪ জন বহিষ্কার, তদন্ত কমিটি

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: বিএনপি নেতা সরোয়ারসহ ৪ জন বহিষ্কার, তদন্ত কমিটি

.

খুলনা ব্যুরো

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৪ | ০১:৫৪

খুলনা নগরীর খালিশপুর থানার ৮ ও ১১নং ওয়ার্ডে বিএনপির সুধী সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টি, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি।

শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। ওই চারজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

এছাড়া এক সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

×