ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শরিয়তপুরে নিখোঁজ যুবকের লাশ মিলল বাগানে

শরিয়তপুরে নিখোঁজ যুবকের লাশ মিলল বাগানে

আওলাদ হোসেন

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৯ | ০০:৫৪

নিখোঁজের চারদিন পর শরীয়তপুরের উত্তর পালং এলাকার একটি বাগান থেকে আওলাদ হোসেন (২২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। আওলাদ হোসেন শরীয়তপুর সদর উপজেলার উত্তর পালং গ্রামের জালাল আহম্মেদ চৌকিদারের ছেলে। তিনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এমএলএসএস পদে চাকরি করতেন। 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার দুপুরের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন আওলাদ। এরপর আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের বাড়িতে খোঁজ করেও পাওয়া যায়নি তাকে। চারদিন পর সোমবার রাত সাড়ে ৯টার দিকে আওলাদের মা রাজিয়া বেগম ও চাচাতো ভাই রেজাউল চৌকিদার শরীয়তপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন মাস্টার শাহিন চৌধুরীর বাগানে আওলাদের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

আওলাদের বড় ভাই মোক্তার চৌকিদার বলেন, গলায় রশি বাঁধা অবস্থায় বাগানের মধ্যে আওলাদের লাশ পাওয়া যায়। এ ঘটনায় মামলা করবো। তদন্তের মাধ্যমে সঠিক তথ্য উদঘাটান ও ভাইয়ের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

পালং মডেল থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, ময়নাতদন্তর জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত ঘটনা জানানো হবে।

আরও পড়ুন

×