মমেক ক্যাম্পাস ও হলে অপরাধে জড়িত ২৮ শিক্ষার্থী বহিষ্কার

ফাইল ছবি
ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ০০:১৪
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) ক্যাম্পাস ও হোস্টেলে বিভিন্ন অপরাধে জড়িত ২৮ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ শনিবার মেডিকেল কলেজ সভাকক্ষে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এই সিদ্ধান্ত হয়। বহিষ্কৃতদের বিরুদ্ধে ক্যাম্পাসে চাঁদাবাজি, মাদক সেবন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের নির্যাতনের অভিযোগ রয়েছে।
সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. অনুপম সাহাসহ তাঁর অনুসারীরা রয়েছেন।
কলেজ উপাধ্যক্ষ অধ্যাপক ডা. নাজমুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় অধ্যাপক ডা. জিম্মা হোসেনকে সভাপতি এবং ডা. বদর উদ্দীনকে সদস্য সচিব করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ২৮ শিক্ষার্থী ক্যাম্পাস ও হোস্টেল থেকে বহিষ্কার থাকবেন।
- বিষয় :
- মমেক
- শিক্ষার্থী
- বহিষ্কার