ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

ঈশ্বরদী

স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ২৩টি অবৈধ স্থাপনা

স্বাস্থ্য কমপ্লেক্সের ফটকে ২৩টি অবৈধ স্থাপনা

ফাইল ছবি

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২০:৫০

পাবনার ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনের রাস্তা, ফুটপাত ও নালার স্ল্যাবের ওপরের অংশ দখল করে অবৈধভাবে ২৩টি দোকানপাট গড়ে তোলা হয়েছে। উপজেলা ও পৌর প্রশাসন অভিযানে নেমে এসব শনাক্ত করেছে। পৌর প্রশাসক ও ইউএনও সুবীর কুমার দাশ সরেজমিন গিয়ে এসব দখলদারদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, সরকারি জায়গা, রাস্তা, ফুটপাত ও নালার ওপরের স্ল্যাব দখল করে দোকানপাট স্থাপন করায় রোগী নিয়ে যাতায়াত করা দুরূহ হয়ে পড়েছে। মূল সড়কের বেশির ভাগ জায়গা দখল করে ছোট ছোট দোকানপাট গড়ে তোলায় অ্যাম্বুলেন্স কিংবা ছোট গাড়ি চলাচল করতে বেগ পেতে হয়। এ অবস্থায় চিকিৎসা নিতে আসা মানুষ প্রতিদিন বিড়ম্বনায় পড়ছেন। 

সরেজমিন দেখা গেছে, অবৈধ দখলদারদের কারণে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রবেশপথ অনেকটা অবরুদ্ধ হয়ে আছে। পরিদর্শনে গিয়ে উপজেলা প্রশাসনও এ অবস্থা পেয়েছে। স্থানীয় বাসিন্দা মাসুদুল ইসলামের ভাষ্য, রাস্তা দখল করে অবৈধভাবে দোকান গড়ে তোলায় রাস্তা সরু হয়ে গেছে। ফলে যানবাহন, বিশেষ করে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলে সমস্যায় পড়েন চালকরা।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভুঁইয়া বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে রোগী ও চিকিৎসকরা নানান সমস্যার সম্মুখীন হচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাভাবিক সৌন্দর্যও নষ্ট হচ্ছে। ফটকের সামনে থেকে অবৈধ স্থাপনা ও দোকানপাট সরিয়ে দিতে বারবার নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু তারা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কোনো কিছুর তোয়াক্কা করেন না।

পৌরসভার প্রশাসক ও ইউএনও সুবীর কুমার দাশ বলেন, পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম ও স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এ অবস্থা পেয়েছেন। তাৎক্ষণিকভাবে এসব অবৈধ স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। 

এসব অবৈধ স্থাপনা নিজেদের উদ্যোগে সরিয়ে না নিলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা জহুরুল ইসলাম। তিনি বলেন, পৌর প্রশাসকের নির্দেশনা অনুযায়ী ২৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। 


 

আরও পড়ুন

×