মুক্তিপণ দাবি, অপহৃত শিশু উদ্ধার

ছবি: সমকাল
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪ | ২২:৪৪
ঢাকা থেকে অপহৃত আবদুল্লাহ আল নুর তুষার (৮) নামে এক শিশুকে মঠবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। শনিবার রাতে উপজেলার আমড়াগাছিয়া গ্রামের দুর্গম এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। রোববার দুপুরে র্যাব-৮ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
জানা গেছে, কয়েক মাস আগে মোবাইল ফোনে হৃদয় নামে এক যুবকের সঙ্গে শিশুটির মা বিলকিস বেগমের পরিচয় হয়। হৃদয় তাকে ধর্ম বোন ডাকেন। বেশ কয়েকবার তারা দেখাও করেন। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে বিলকিস বেগম শিশুটিকে নিয়ে হৃদয়ের সঙ্গে দেখা করতে ঢাকার সদরঘাটের সোয়ারী ঘাট এলাকায় যান। শিশুটিকে চিপস কিনে দেওয়ার কথা বলে হৃদয় তাকে দূরে নিয়ে যায়। দীর্ঘ সময় পেরিয়ে গেলে তারা ফিরে না আসায় বিলকিস খোঁজ করা শুরু করেন। না পেয়ে ঢাকার কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন।
গত ২ অক্টোবর অজ্ঞাত স্থান থেকে বিলকিস বেগমের মোবাইল ফোনে কল করে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁর শিশু সন্তানকে হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিশুটির বাবা হেলাল উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় অপহরণ মামলা করেন। এ ছাড়া আইনি সহায়তা চেয়ে র্যাব অফিস বরাবর আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাতে র্যাব তথ্যপ্রযুক্তির সহায়তায় অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী শিশুটিকে আমড়াগাছিয়া খালের পাড়ে ফেলে পালিয়ে যায়।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস বলেন, অপহরণকারী হৃদয়ের আসল নাম বাদল। সে ছদ্মনামে বিভিন্ন অপরাধমূলক কাজ করে। তার স্ত্রীও তাকে সহযোগিতা করে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।