কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

ছবি-সংগৃহীত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ০২:৪৭ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ০২:৪৭
কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের গৃহীত এক সিদ্ধান্তবলে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. শফিকুল ইসলাম বলেন, দলের স্বার্থে ও কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক কুড়িগ্রাম জেলা কমিটি বাতিলের বিজ্ঞাপ্তি হয়েছে। আরও আগে কমিটি বিলুপ্ত হওয়া উচিত ছিল। ২০১৫ সালে কমিটি হয়েছিল। সেই হিসেবে কমিটির মেয়াদ অনেক আগে উত্তীর্ণ হয়েছে। জেলায় দলের মধ্যে গ্রুপিং থেকে দলকে রক্ষার স্বার্থে এটি খুবই ভালো সিদ্ধান্ত। আমরা আশা করছি পরবর্তী কমিটি দলকে আরও সাবলীল করে তুলবে।