ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মাঝিমাল্লার গানের সুরে কুশিয়ারায় নৌকাবাইচ

মাঝিমাল্লার গানের সুরে কুশিয়ারায় নৌকাবাইচ

মৌলভীবাজারের বাহাদুরপুরে কুশিয়ারা নদীতে নৌকাবাইচ সমকাল

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ২৩:০৭

গ্রামীণ জনপদের ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন হয়েছে মৌলভীবাজারের কুশিয়ারা নদীর বুকে। সোমবার সদর উপজেলার বাহাদুরপুরে আয়োজিত এই প্রতিযোগিতা দেখতে মানুষের ঢল নেমেছিল কুশিয়ারার তীরে।
নদীর বুকে ছুটে চলা নৌকার মাঝিমাল্লা আর পাড়ের দর্শনার্থীদের কণ্ঠে শাহ আব্দুল করিমের গান আর নদীর বুকে বৈঠার শব্দে এক অন্যরকম আবহের সৃষ্টি হয় গোধূলি বেলার কুশিয়ারের বুকে।
প্রখ্যাত লোকশিল্পী শাহ আব্দুল করিমের কোন মেস্তরি নাও বানাইলো এমন দেখা যায়/ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূরপঙ্খী নায়। এই গানের সুরে মাতোয়ারা ছিলেন সেখানে উপস্থিত সর্বস্তরের সাধারণ মানুষ।
সদর উপজেলার সাধুহাটি গ্রামের সোহাগ ড্রিমসের আয়োজনে অনুষ্ঠিত নৌকাবাইচে সহযোগিতা করে কুশিয়ারা তীরের বাহাদুর গ্রামবাসী। সিলেট বিভাগের চারটি জেলার ১২টি নৌকা অংশগ্রহণ করে এবারের প্রতিযোগিতায়। নৌকাগুলোর মধ্যে ছিল– নগর পবন, শাহ মোস্তফার তরী, শাহ সিকান্দরের তরী, কুশিয়ারার তরী, হামজার তরী, ঈশানের তরী, পঙ্খীরাজ, কানাই শাহের তরী, সোনার তরী, লিলু শাহর তরী, আইয়ুব শার তরী ও রঙিন পবন।
ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতায় বিজয়ী হয় হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পিরোজপুরের হামজার তরী। একই উপজেলার গুতগাঁওয়ের রঙিন পবন দ্বিতীয় এবং সুনামগঞ্জের সোনার তরী তৃতীয় হয়।
মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান, মনুমুখ ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল প্রমুখ।
 

আরও পড়ুন

×