ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

ড. দেবপ্রিয় ভট্টাচার্য

দুর্নীতি নিরসন ছাড়া কোনো সম্ভাবনা কার্যকর হবে না

দুর্নীতি নিরসন ছাড়া কোনো সম্ভাবনা কার্যকর হবে না

ছবি-সমকাল

রাজশাহী ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ০৭:৫০ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ০৭:৫০

দৃশ্যমান শাস্তি ছাড়া দুর্নীতি বন্ধ করা সম্ভব নয় বলে জানিয়েছেন অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়নে গঠিত কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, আগামী দিনের যে কোনো সমস্যা নিরসনের জন্য দুর্নীতি দূর করতে হবে। এটি করতে না পারলে কোনো সম্ভাবনা কার্যকর হবে না। এ জন্য পাচার অর্থ যেমন ফেরত আনতে হবে, দেশের দুর্নীতিবাজদেরও শাস্তি নিশ্চিত করতে হবে।

গতকাল বুধবার রাজশাহীর একটি রেস্টুরেন্টে কমিটির জনশুনানিতে এসব কথা বলেন দেবপ্রিয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২৪০ জন অংশ নেন। তারা উত্তরাঞ্চলের নাগরিক সুবিধা, বৈষম্য, কৃষি ও প্রাকৃতিক সম্পদের ব্যবহার, শিল্পাঞ্চল, পরিবেশ, নদীর পানি শুকিয়ে যাওয়া এবং উন্নয়নের নামে শ্বেতহস্তি প্রকল্প নিয়ে কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্রের প্রতিটি অঙ্গই কোনো না কোনোভাবে দুর্নীতির সঙ্গে যুক্ত। যাদের আইন প্রণয়ন করার কথা, তারা দুর্নীতিতে যুক্ত হয়ে গেছে। যাদের আইনের সুরক্ষা দেওয়ার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত। যাদের আইন প্রয়োগ করার কথা, তারাও দুর্নীতিতে যুক্ত হয়ে গেছেন।

পাচার অর্থ ফেরত আনার বিষয়ে নাগরিকদের দাবির সঙ্গে একমত পোষণ করে তিনি বলেন, দুর্নীতি আমাদের এক নম্বর শত্রু। এটির সুরাহা ছাড়া মৌলিক এবং যে নীতিগত মূল্যায়ন বা মূল্যবোধভিত্তিক নজরদারির কথা আমরা বলছি, তা দুর্বল হয়ে পড়বে।

ড. দেবপ্রিয় বলেন, আমরা দেখেছি বিগত সময়ে সচিবরা কীভাবে ব্যবসায়ী হয়ে গেলেন এবং ব্যবসায়ীরা কেমন করে রাজনীতিবিদ বনে গেলেন। অনেকে মনে করেন, কেবল ব্যবসায়ীরা রাজনীতিবিদ হননি, রাজনীতিবিদরাও ব্যবসায়ী হয়ে গেছেন।

এ সময় বক্তৃতা করেন কমিটির সদস্য অধ্যাপক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ আবু ইউসুফ, অধ্যাপক সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরমিন্দ নীলোর্মি ও সিপিডির সিনিয়র ফেলো তৌফিকুল ইসলাম খান।

জনশুনানিতে বক্তারা বলেন, সুশাসন প্রতিষ্ঠা করতে লাগবে ন্যায়ভিত্তিক বিচার বিভাগ, দুর্নীতিমুক্ত প্রশাসন ও দক্ষ আইনপ্রয়োগকারী সংস্থা। সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত নির্বাহী বিভাগ। একটি ভালো নির্বাচন করা গেলে এসব কাঠামোগত অসংগতি, দুর্নীতি ও বৈষম্য দূর করা সম্ভব হবে। রাজশাহী অঞ্চলে প্রচুর আম ও টমেটো হয়। কিন্তু সংরক্ষণের ব্যবস্থাপনা নেই। এ জন্য সংরক্ষণাগার তৈরি ও প্রক্রিয়াজাত শিল্প গড়ে তোলার দাবি জানান তারা।

আলোচনায় রাজশাহীর নিউ ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক রবিউল করিম বলেন, ‘দেশের উন্নয়ন চাইলে ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি বন্ধ ও দুর্নীতিবাজদের বিচার দ্রুত করতে হবে।’ রাজশাহীর আইনজীবী দিলসেতারা চুনি বলেন, ‘ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার ভঙ্গুর অবস্থায়  আছে, ফান্ড নেই। পুলিশ বাহিনীকে দ্রুত সক্রিয় করা জরুরি।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সিফাত শাহরিয়ার বলেন, ‘সিটি করপোরেশন একটি রিকশার লাইসেন্স দিতে ৪০ থেকে ৫০ হাজার টাকা নেয়। রিকশাচালক দিন আনে, দিন খান। এত টাকা দিয়ে লাইসেন্স তিনি কীভাবে নেবেন?’

আরও পড়ুন

×