ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দর্শনার্থীদের ভিড়

ডুমুরিয়ায় এক মন্দিরেই ১৪৭টি প্রতিমা

ডুমুরিয়ায় এক মন্দিরেই ১৪৭টি  প্রতিমা

ছবি-সংগৃহীত

খুলনা ব্যুরো

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১১:১৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২৪ | ১১:৩৭

খুলনার ডুমুরিয়া উপজেলার খরসংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গামন্দিরে ১৪৭টি প্রতিমা নিয়ে দুর্গাপূজা শুরু হয়েছে। মন্দিরের ১৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যতিক্রমী এই আয়োজন। প্রথম দিনেই মন্দিরটিতে দর্শনার্থীর ব্যাপক ভিড় দেখা গেছে। 

খুলনা নগরী থেকে ২৩ কিলোমিটার দূরে ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামে খরসংঘ কালার বটতলা সার্বজনীন দুর্গামন্দির। এ মন্দিরের ১৪৭টি প্রতিমার মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে রামায়ণ, মহাভারত, গীতাসহ ধর্মগ্রন্থের পৌরাণিক বিভিন্ন কাহিনি। প্রতিমাগুলো দেখতে ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রাম ও আশপাশের উপজেলা থেকে লোকজন দেখতে আসছেন। 

মন্দির কমিটির কোষাধ্যক্ষ সুব্রত সরকার জানালেন, প্রতিমাগুলো তৈরিতে ব্যয় হয়েছে আড়াই লাখ টাকা। ৪ জন ভাস্কর ৩ মাস কাজ করে এগুলো তৈরি করেছেন। খুলনার আর কোনো মন্দিরে এত বেশিসংখ্যক প্রতিমা নেই বলেও জানান তিনি।

সরেজমিনে দেখা যায়, শাহপুর-চুকনগর সড়কের পাশেই তৈরি করা হয়েছে বিশালাকৃতির গেট। মন্দিরে ঢোকা ও বের হওয়ার পথ আলাদা। বিভিন্ন বয়সী নারী-পুরুষ ভিড় করেছেন মন্দির প্রাঙ্গণে। করা হয়েছে বর্ণিল আলোকসজ্জা, আনা হয়েছে সাউন্ড সিস্টেম। মন্দিরের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন ৬ জন আনসার সদস্য। এদিকে খুলনা জেলা ও নগরীতে এবার ৯১৮টি মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। গত বছর হয়েছিল ১ হাজার ৪৪টিতে। 

এ বিষয়ে জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা বলেন, বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা রয়েছে। অনেক মন্দির 
কমিটি আর্থিক সংকটে রয়েছে। এছাড়া দেশে রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কারও কারও মধ্যে ভীতি কাজ করছে। এসব কারণে 
গতবারের তুলনায় এবার কিছুটা কম সংখ্যক মন্দিরে পূজা হচ্ছে।

আরও পড়ুন

×