ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গোবিন্দগঞ্জে খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে মারপিটে নিহত ১

গোবিন্দগঞ্জে খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে মারপিটে নিহত ১

ফাইল ছবি

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২০ | ০১:৫৯ | আপডেট: ০৮ জুন ২০২০ | ০২:০৮

গাইবান্ধার গোবিন্দগঞ্জে খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নূরুন্নবী (৪৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নূরুন্নবী উপজেলার কোচাশহর ইউনিয়নের রতনপুর বুনোতলা গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় পুলিশ রাতেই ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলেন- এজাদুল ইসলাম (৫৫), আশরাফুল ইসলাম (৩২) ও তুহিন মিয়া (৩০)।

জানা গেছে, নূরুন্নবীর সঙ্গে চাচাতো ভাই এজাদুর রহমান ও গাজী রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে রোববার দুপুরে খড়ের গাদা দেওয়াকে কেন্দ্র করে উভয়ের মাঝে বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এসময় মারপিটে নুরুন্নবী আহত হন। স্থানীয়রা নুরুন্নবীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান ঘটনা নিশ্চিত করেন।

আরও পড়ুন

×