ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সড়ক প্রশস্তকরণে কাটা হচ্ছে গাছ

সড়ক প্রশস্তকরণে কাটা হচ্ছে গাছ

সুনামগঞ্জ জেলার ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক প্রশস্তকরণের জন্য কেটে নেওয়া হচ্ছে দু’পাশের গাছ। ছবি: সমকাল

 ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১২:১৯

সুনামগঞ্জ জেলার প্রধান শিল্পনগরী হিসেবে পরিচিত ছাতক উপজেলা শহরের ব্যস্ততম ৩ দশমিক ৫ কিলোমিটার সড়ক চার লেনে রূপান্তরের কাজ শুরু হতে যাচ্ছে। এ লক্ষ্যে দ্রুততম সময়ে প্রস্তুতি সম্পন্নে চলছে তৎপরতা। 

এসব সড়কের প্রশস্তকরণ কাজ চালিয়ে যাওয়ার জন্য শুরু হয়েছে গাছ কাটা। সংশ্লিষ্টরা বলছেন, নিয়ম মেনেই এসব গাছ কাটা হচ্ছে। প্রকল্পের কাজ শেষে এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা হিসেবে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। 

এ সড়কের প্রশস্ততা বাড়াতে বেশ কিছুদিন ধরেই ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের দু’পাশে গাছ কেটে ফেলা হচ্ছে। আগামী শুকনো মৌসুমেই এ সড়ক চার লেনের কাজ শুরু করা হবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তরের ছাতক সড়ক উপবিভাগ।  

স্থানীয় বন বিভাগ কর্তৃক দরপত্রের মাধ্যমে সড়কের গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। চার লেনের কাজ বাস্তবায়নে সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে রাস্তা প্রশস্তকরণের জন্য ইউটিলিটি বাবদ ১০ কোটি টাকারও বেশি পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছে সওজ।

সূত্র জানায়, শহরের জিরো পয়েন্ট থেকে সুরমা সেতু এলাকা পর্যন্ত সড়ক, রোড ডিভাইডার, সড়কবাতিসহ চার লেনে উন্নীতকরণ প্রকল্প একনেক সভায় অনুমোদন দেওয়া হয় ২০২৩ সালের সেপ্টেম্বরে। সভায় প্রকল্পটি অনুমোদন হওয়ায় প্রথম শ্রেণির এ পৌরসভার নাগরিকদের সুযোগ-সুবিধা বাড়বে বলে আশা করা যাচ্ছে।

এ ছাড়াও এ কাজের আওতায় গোবিন্দগঞ্জ-ছাতক-দোয়ারাবাজার (জেড-২৮০২) সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট থেকে ছাতকের সুরমা সেতুর অ্যাপ্রোচ পয়েন্ট প্রায় ১০ কিলোমিটার রাস্তা ১৮ ফুট থেকে ৩৪ ফুটে উন্নীতকরণ প্রকল্প একই সঙ্গে অনুমোদন দেওয়া হয়।

২০২২ সালে স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জ ও হবিগঞ্জ সড়ক বিভাগের বিভিন্ন সড়ক, সেতু ও কালভার্ট জরুরি পুনর্বাসন ও পুনর্নির্মাণ শীর্ষক প্রকল্পের মধ্যে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে এসব প্রকল্প বাস্তবায়ন করা হবে। 

২০২০ সালের ২ ডিসেম্বর সওজের প্রধান প্রকৌশলী বরাবর ছাতক পৌরসভার প্যাডে লিখিত এক আবেদনে ছাতক পৌরসভার প্রবেশদ্বার থেকে ট্রাফিক পয়েন্ট পর্যন্ত তিন কিলোমিটার, সওজের কার্যালয় থেকে লাফার্জ-হোলসিম ফেরিঘাট পর্যন্ত ১ দশমিক ৫ কিলোমিটারসহ মোট ৪ দশমিক ৫ কিলোমিটার রাস্তা চার লেনে উন্নীতকরণ এবং ট্রাফিক পয়েন্ট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত প্রায় অর্ধকিলোমিটার রাস্তা বিটুমিনাস করার দাবি জানানো হয়। পরে শহরের প্রবেশদ্বার গোবিন্দগঞ্জ থেকে ছাতকের ট্রাফিক পয়েন্ট পর্যন্ত চার লেন উন্নীতকরণের দাবি জানান সদ্য বিদায়ী পৌরসভা মেয়র আবুল কালাম চৌধুরী। 

ছাতক সড়ক ও জনপথ অধিদপ্তর বিভাগের (সওজ) উপবিভাগীয় প্রকৌশলী সালাহ উদ্দিন সোহাগ জানান, শহরের রাস্তা চার লেন করার প্রস্তুতি চলছে। স্থানীয় বিদ্যুৎ ও বন বিভাগের কাজ এখন চলমান। আশা করা যাচ্ছে, আগামী শুকনো মৌসুমে পুরোদমে সড়কের কাজ শুরু করা যাবে।

আরও পড়ুন

×