পরিচ্ছন্ন করা হলো ভাগাড়ে পরিণত নাজিরহাটের খাল

ছবি: সমকাল
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৪ | ১২:২৩
একসময় হালদা নদী থেকে স্বচ্ছ পানি বয়ে আসত খালটি দিয়ে। দৈনন্দিন কাজে এই স্বচ্ছ পানিই ব্যবহার করতেন স্থানীয়রা। তবে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলার ভাগাড়ে পরিণত হয় নাজিরহাট বাজারের পশ্চিম পাশ ঘেঁষে প্রবাহিত খালটি। অবশেষে পৌর কর্তৃপক্ষের উদ্যোগে সেখানে প্রাণ ফিরেছে।
খালটি পরিচ্ছন্ন করতে উদ্যোগ নেন নাজিরহাট পৌরসভার প্রশাসকের দায়িত্ব পাওয়া চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন। মঙ্গল ও বুধবার দু’দিনে কয়েকশ স্বেচ্ছাসেবী ওই খাল পরিচ্ছন্ন করেন। এতে গাউছিয়া কমিটি ও বিডি ক্লিনের ফটিকছড়ির সদস্যদের সঙ্গে অংশ নেন সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতার উপকরণ দেয় আল মানাহিল ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
পরিচ্ছন্ন কার্যক্রম শুরুর আগে নাজিরহাট জামিয়া মিল্লিয়া আহমদিয়া কামিল মাদ্রাসা মাঠে স্বেচ্ছাসেবকদের সমাবেশ হয়। সেখানে ফটিকছড়ির সহকারী কমিশনার (ভূমি) ও নাজিরহাট পৌর প্রশাসক মো. মেজবাহ উদ্দিন দেশের সাম্প্রতিক ডেঙ্গু পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, এ পৌরসভায়ও অনেকে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। পরিস্থিতির অবনতি ঠেকাতে পৌরসভার মশার প্রজনন ক্ষেত্রগুলো চিহ্নিত করেছেন। তার মধ্যে অন্যতম হচ্ছে এই খালটি। তাই তারা পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছেন।
ওই সভায় প্রশাসনের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত বিশিষ্টজন খাল পরিচ্ছন্ন করার এমন উদ্যোগের প্রশংসা করেন। স্বেচ্ছাসেবীদের উদ্যোগে খালের প্রাণ আবার ফিরে আসতে পারে বলে মনে করছেন। দ্রুতই খালটি আগের অবস্থায় ফিরে আসবে বলে আশাবাদী তারা।
- বিষয় :
- ফটিকছড়ি
- খাল পরিস্কার