ফের চালু হলো ‘পাঠক সমাদর’

ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৪ | ১২:৫৬ | আপডেট: ১১ অক্টোবর ২০২৪ | ১৬:৪৭
কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজারে গণগ্রন্থাগার ‘পাঠক সমাদর’ ফের চালু হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে বই পড়ার গুরুত্ব নিয়ে এক মতবিনিময় সভা হয়।
সভায় বক্তব্য দেন শিক্ষক ও কবি রাসেল আহমেদ এবং সমাজকর্মী আফরিন সুলতানা সোনিয়া। এতে স্বাগত বক্তব্য দেন পাঠাগারের অন্যতম উদ্যোক্তা মাহফুজুর রহমান এবং সঞ্চালনা করেন সাংবাদিক ইয়াসির আরাফাত। এ সময় উপস্থিত ছিলেন পাঠাগারের অন্যতম উদ্যোক্তা মনিরুল ইসলাম ও নাজমুল খান জনিসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা পাঠাগার সম্পর্কিত নানা বিষয়ে প্রশ্ন করে এবং মতামত দেয়। এতে জাহানারা মাধ্যমিক বালিকা বিদ্যালয়, আমলা-সদরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও আমলা সরকারি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। মতবিনিময় সভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে আবদুল্লাহ আল মুবিন এবং মতবিনিময় সভা চলাকালে একপর্যায়ে স্বরচিত কবিতা পাঠ করে মরিয়ম খাতুন।
উল্লেখ্য, আমলা বাজারে পাঠক সমাদর ২০০৯ সালে তাদের কার্যক্রম শুরু করে। পরের বছর স্থানীয় বখাটে ও অসাধু লোকজনের বাধার মুখে এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।
- বিষয় :
- লাইব্রেরি