শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ

ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৪ | ২১:২৮ | আপডেট: ১২ অক্টোবর ২০২৪ | ২১:২৮
ফেনীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাবিয়া নজির ফাউন্ডেশনের উদ্যোগে এসএম হুমায়ুন পাটওয়ারীর পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে জয়কালী মন্দিরে সনাতন ধর্মাবলম্বী অসচ্ছল পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। ফেনী পৌর এলাকার ১২টি পূজামণ্ডপের ১৩০ জনকে এ উপহার প্রদান করা হয়।
ফেনী পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুরঞ্জিত নাগের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানবাধিকার নেতা কানাডা প্রবাসী এস এম হুমায়ুন পাটওয়ারী।
আরও বক্তব্য রাখেন, দৈনিক ফেনীর সময় সম্পাদক মো. শাহাদাত হোসেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অ্যাডভোকেট সমীর চন্দ্র কর, সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. নিজাম উদ্দিন, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তপন কর, সদর উপজেলা শ্রমিকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবুল পাটোয়ারী, এফডিসি-র সাংগঠনিক সম্পাদক অজিত বরণ দাস, কৃষি কর্মকর্তা মতিউর রহমান প্রমুখ।
- বিষয় :
- ফেনী
- দুর্গাপূজা
- বস্ত্র বিতরণ