ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড, মেডিসিন ভবন বন্ধ ঘোষণা 

শেবাচিম হাসপাতালে অগ্নিকাণ্ড, মেডিসিন ভবন বন্ধ ঘোষণা 

শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতাল। ছবি-সংগৃহীত

বরিশাল ব্যুরো

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ০২:৫০

বরিশালের শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে (শেবাচিম) অগ্নিকাণ্ড ঘটেছে। এ অঞ্চলের সবচেয়ে বড় চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটির কম্পাউন্ডের পূর্ব দিকে নতুন ভবন নামে পরিচিত পাঁচতলা ভবনটির নিচতলার গুদামে গতকাল রোববার সকাল ৯টায় আগুন লাগে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে অগ্নিকাণ্ডের পর মেডিসিন ওয়ার্ড ভবন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। 

নতুন ভবনে মেডিসিন বিভাগের ১০টি ইউনিট ছিল। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহমুদ বলেন, রোববার ওই ভবনে মোট ৫৪১ রোগী চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে ৭০ জন ডেঙ্গু আক্রান্ত। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা আগুন নেভানোর পাশাপাশি মুমূর্ষু রোগীদের উদ্ধার করেন। হাসপাতাল কর্মচারীরাও রোগীদের উদ্ধারে সহায়তা করেন। সব রোগীকে মূল ভবনের নাক-কান-গলাসহ আরও কয়েকটি ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় পুরো এলাকা। নিচতলার যে গোডাউনে আগুন লেগেছিল সেখানে ফোমের বিছানা সংরক্ষিত ছিল। এ কারণে কালো ধোঁয়া বের হয়। রোগী ও স্বজনরা ভীতসন্ত্রস্ত হয়ে দৌড়াদৌড়ি করেন। ধোঁয়া ওপরের তলার দিকে ওঠায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকল বাহিনীর কর্মীরা ধোঁয়া দূর করতে বিশেষ ফোম ব্যবহার করেন। তবে আগুন নেভানোর প্রয়োজনীয় যন্ত্রপাতি নতুন ভবনে দেখা যায়নি। যে কারণে আগুন নেভাতে বেশি বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেল্লাল হোসেন জানান, খবর পেয়ে ৯টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল সাড়ে ১০টার মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। 

গণপূর্তের শেবাচিম উপদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিব হোসেন বলেন, নতুন ভবনে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। অগ্নিকাণ্ডের পর হুড়োহুড়িতে আতঙ্ক বেশি ছড়িয়েছে। শর্টসার্কিট থেকে আরও কয়েকবার অগ্নিকাণ্ড হওয়ায় বিদ্যুতের সঞ্চালন লাইনগুলো চেক করার ওপর গুরুত্ব দেওয়া হবে। 
দুপুরে হাসপাতাল পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল। তিনি সাংবাদিকদের জানান, নতুন ভবনের ব্যবহার আপাতত বন্ধ থাকবে। প্রয়োজনীয় সংস্কার শেষে এক সপ্তাহের মধ্যে সেটি ব্যবহার উপযোগী করা হবে। 

এদিকে শেবাচিম হাসপাতাল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এতে মেডিসিন বিভাগের প্রধান ডা. ইমরুল কায়েসকে প্রধান করা হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক ডা. মনিরুজ্জামান শাহিন এ তথ্য নিশ্চিত করে জানান, কমিটির প্রতিবেদন পাওয়ার পর অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যাবে।

আরও পড়ুন

×