গালাগাল করায় প্রেমিকার গলা কাটল তরুণ

তৌহিদুর রহমান ওরফে তানিস। ছবি: সংগৃহীত
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৪ | ২০:৪৭
মোবাইল ফোনে কথা বলার সময় গালাগাল করায় মধ্যরাতে প্রেমিকাকে গলা কেটে হত্যার চেষ্টা করেছেন প্রেমিক। গুরুতর আহত প্রেমিকা আজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার মধ্যরাতে কুমিল্লার মুরাদনগর উপজেলায় এ ঘটনা ঘটে।
প্রেমিকের নাম তৌহিদুর রহমান ওরফে তানিস। তিনি উপজেলার সদর ইউনিয়নের ঘোড়াশাল গ্রামের জাকির হোসেনের ছেলে। তবে তিনি নহল চৌমুহনী গ্রামে মামার বাড়িতে থাকেন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তৌহিদুরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। তিনি বর্তমানে পুলিশি পাহাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রেমিক তৌহিদুর বলেন, ‘তার সঙ্গে দীর্ঘদিন ধরে আমার প্রেমের সম্পর্ক। রোববার রাতে ফোনে কথা বলার একপর্যায়ে সে আমাকে গালাগাল করে। রাতেই আমি তার বাড়িতে যাই। তার কক্ষে কথা বলার সময় আবারও সে আমাকে গালাগাল করে। তখন রাগের মাথায় ছুরি দিয়ে তার গলায় আঘাত করি। কাজটা আমার মোটেও ঠিক হয়নি।’
আহত তরুণীর চাচাতো বোন তাসলিমা আক্তার বলেন, রাত ২টার দিকে চিৎকার শুনে আমরা বের হয়ে দেখি বিছানার ওপরে গলা কাটা অবস্থায় পড়ে আছে সে। ছেলেটাকে কয়েকজনে ধরে রেখেছে।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক বলেন, তরুণ পুলিশের হেফাজতে রয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।