ধামরাই
বোর্ড কারখানার কালো ধোঁয়ায় নাভিশ্বাস

প্রতীকী ছবি
মোকলেছুর রহমান, ধামরাই (ঢাকা)
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৪ | ০৪:৫০
ঢাকার ধামরাইয়ের কালামপুর বিসিক শিল্পনগরীর একটি বোর্ড কারখানার নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে কয়েকটি গ্রামের কয়েক হাজার মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। গ্রামগুলোতে ফসল উৎপাদন কমে গেছে, গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কারখানার আশপাশের বাসিন্দাদের অনেকেরই শ্বাসকষ্ট দেখা দিয়েছে।
কারখানার চিমনি দিয়ে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ের কারণে বাসাবাড়িতে থাকা দুরূহ হয়ে পড়েছে এলাকাবাসীর। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেওয়ার পরও কোনো পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়েছে।
জানা গেছে, কালামপুর বিসিক শিল্পনগরীর বিভিন্ন কারখানায় কীটনাশক, পোশাক কারখানার আনুষঙ্গিক উপকরণ (গার্মেন্ট অ্যাকসেসরিজ), এগ্রোভেট, কার্টন, কনজিউমারসহ বিভিন্ন ধরনের পণ্যসামগ্রী তৈরি করা হয়। সেখানে এসবিকে নামের একটি বোর্ড কারখানার বয়লারে পুরোনো ঝুট পোড়ানোর কারণে কালো ধোঁয়া ও ছাই সৃষ্টি হচ্ছে। এই ধোঁয়া ও ছাইয়ে এলাকাবাসী হাঁচি-কাশিসহ শ্বাসকষ্টজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এ ছাড়া কারখানায় দূষিত বর্জ্য নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় আশপাশের জমিতে ফেলা হচ্ছে এসব বর্জ্য।
গত সোমবার ওই এলাকায় গিয়ে দেখা যায়, কারখানা থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাই উড়ে যাচ্ছে কালামপুর, গোয়ালদী, কাশিপুর, ডাউটিয়া, চর ডাউটিয়া, বাদে গাওয়াইলসহ আশপাশের কয়েকটি এলাকায়। এ ধোঁয়ার কারণে কারখানার আশপাশের ভবনও কালো হয়ে গেছে।
এসবিকে বোর্ড মিলের ১০০ ফুট দূরে নির্মাণাধীন গ্লোবাল প্রিমিয়াম অ্যাকসেসরিজ কারখানার ম্যানেজার জাফর আহম্মেদ জানান, এসবিকে বোর্ড কারখানায় বিরতিহীন ঝুট কাপড় পোড়ানো হচ্ছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হলেও সংশ্লিষ্ট দপ্তর অভিযান পরিচালনা করছে না। ফলে ধোঁয়ার কারণে নিঃশ্বাস পর্যন্ত নেওয়া যায় না।
কালামপুর গ্রামের সোহরাব হোসেন, সুমি আক্তারসহ অনেকে জানান, ধোঁয়ার কারণে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছেন না তারা। শ্বাসকষ্ট হচ্ছে। বাসার ভেতরে কালো ছাই উড়ে এসে খাবারে পড়ছে।
কালামপুর গ্রামের কৃষক ইয়ার হোসেন বলেন, ওই কারখানার বর্জ্য তাদের কৃষিজমিতেও আসে। ফলে গত কয়েক বছর ধরে জমিতে কোনো ফসল ফলাতে পারছেন না। বিষয়টি তাঁর ছোট ভাই কারখানা কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না।
ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমেদুল হক তিতাস জানান, কালো ধোঁয়ার কারণে শ্বাসকষ্টসহ ফুসফুসের বিভিন্ন জটিল রোগের সৃষ্টি হয়। এটা দীর্ঘস্থায়ী হলে ক্যান্সার পর্যন্ত হতে পারে।
পরিবেশের ক্ষতির বিষয়টি স্বীকার করে এসবিকে বোর্ড কারখানার ব্যবস্থাপক তানভীর রহমান জনি বলেন, কালো ধোঁয়া কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।
কালামপুর বিসিক শিল্পনগরীর এস্টেট কর্মকর্তা অমীয় কুমার সানহা জানান, মানুষের যাতে ক্ষতি না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে কারখানা কর্তৃপক্ষকে বলা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক ইলিয়াছ মাহমুদ জানান, তিনি নতুন যোগদান করেছেন। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ধামরাই