ভারতে অনুপ্রবেশকালে পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক

ছবি: সমকাল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ১৪:৩৮ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৪ | ১৪:৪০
অবৈভাবে পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশকালে ছয় বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পঞ্চগড় সদরের ঘাগড়া বিওপির সদস্যরা তাদেরকে আটক করে। আটক ছয়জনের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
আটক ছয়জন হলেন- দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ডাবরী জিনেস্বরী গ্রামের গনেশ রায় (৪৩), তার স্ত্রী ববিতা রায় (৩৬), এই দম্পতির ১০ বছর বয়সী ছেলে দৃশ্য রায়, একই উপজেলার মাহানপুর গ্রামের দেবেন্দ্র রায় (২২), জতমুকুন্দুপর গ্রামের জয়ন্ত রায় (১৯) ও মাহানপুর গ্রামের রিপন রায় (১৯)।
বিজিবি জানায়, ভারতে অনুপ্রবেশের উদ্দেশ্যে দিনাজপুর জেলার দালাল চক্রের মাধ্যমে নগদ এক লাখ টাকা দিয়ে তারা সীমান্তবর্তী এলাকায় আসেন। অবৈধ পথে ভারত যাওয়ার প্রস্তুতির সময় বিজিবি তাদের আটক করে। এ ঘটনায় দালাল চক্রের সদস্যের আটকের চেষ্টা চলছে বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা জানান, বুধবার রাতে সীমান্ত অতিক্রম করে ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ছয়জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এ ঘটনায় দালাল চক্রের সদস্যদের আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- পঞ্চগড়
- পঞ্চগড়ে সীমান্ত