চৌদ্দগ্রামে সিকিউরিটি গার্ডের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪ | ১৪:০১ | আপডেট: ১৯ অক্টোবর ২০২৪ | ১৪:০৭
কুমিল্লার চৌদ্দগ্রামে মোবাইল অপারেটর রবি আজিয়াটা টাওয়ারের সিকিউরিটি গার্ড আবুল হাশেমের (৬৫) হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আক্তার উজ জামান বলেন, আজ ভোরে পৌর এলাকার ফালগুনকরায় অবস্থিত রবি টাওয়ারে দায়িত্বরত একজন সিকিউরিটির লাশ হাত-পা ও মুখ গামছা দিয়ে বাঁধা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় দুষ্কৃতিকারীরা তাকে হত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আবুল হাশেম দীর্ঘ ২০ বছর ধরে টাওয়ারটিতে কর্মরত। সেই সুবাদে আশপাশের বাসিন্দাদের সঙ্গে তার সুসম্পর্ক হয়। তিনি ওই এলাকার ভোটারও হন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলায়।
সিকিউরিটি কোম্পানির এন্টিগ্রেটেড সিকিউরিটি সার্ভিসের সুপারভাইজার আনোয়ার হোসেন জানান, নিহত আবুল হাশেম ছাড়াও হাফেজ সফিউল্লাহ সিকিউরিটি গার্ড হিসেবে একই টাওয়ারে দায়িত্ব পালন করেন। তবে সফিউল্লাহ ঘটনার দিন ছুটি ছাড়াই অনুপস্থিত আছেন।
ওসি আরও বলেন, টাওয়ারের কোনো মালামাল লুট হওয়ার আলামত পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সিআইডি ও পিবিআই বেশ কিছু আলামত সংগ্রহ করেছে। হত্যার রহস্য উদঘাটন ও দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
- বিষয় :
- কুমিল্লা
- মরদেহ উদ্ধার
- চৌদ্দগ্রাম