ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সদ্য স্থাপিত নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্নাবান্না

সদ্য স্থাপিত নলকূপ থেকে বের হচ্ছে গ্যাস, চলছে রান্নাবান্না

গলাচিপার উত্তর আমখোলায় জাহাঙ্গীর আলম লাহরীর বাড়ির টিউবওয়েল থেকে গ্যাস বের হচ্ছে। গ্যাসে চলছে রান্না, তা দেখতে লোকজনের ভিড় সমকাল

পটুয়াখালী প্রতিনিধি  

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪ | ২৩:০১

পটুয়াখালীর গলাচিপায় একটি বাড়িতে সদ্য স্থাপিত একটি অগভীর নলকূপ (টিউবওয়েল) থেকে ক্রমাগত গ্যাস বের হওয়ার খবর পাওয়া গেছে। উপজেলার আমখোলা ইউনিয়নের উত্তর আমখোলা গ্রামের জাহাঙ্গীর আলম লাহরীর বাড়ির টিউবওয়েলে এ ঘটনা ঘটেছে। টিউবওয়েলের পাইপ দিয়ে নির্গত ওই গ্যাস দিয়ে দুই সপ্তাহ ধরে রান্নাবান্না করছে জাহাঙ্গীর আলমের পরিবার। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর জাহাঙ্গীর আলমের বাড়িতে টিউবওয়েল স্থাপন করা হয় এবং ১০ অক্টোবর থেকে ওই টিউবওয়েলের পাইপ দিয়ে গ্যাস বের হওয়া শুরু করে। তবে টিউবওয়েলে চাপ দিলে স্বাভাবিকভাবে পানিও উঠছে। টিউবওয়েলের নির্গত গ্যাস দিয়ে দৈনন্দিন রান্নাবান্নার কাজ করছে ওই পরিবার। গ্যাসে রান্না করতে পেরে খুশি পরিবারের সদস্যরা। 
জাহাঙ্গীর আলম বলেন, তিনি প্রথমে বুঝতে পারেননি টিউবওয়েল দিয়ে গ্যাস বের হচ্ছে। টিউবওয়েল থেকে এক ধরনের শব্দ শুনে ও পানিতে বুদবুদ উঠতে দেখে তিনি শব্দের উৎস খুঁজে বন্ধ করার চেষ্টা করেন। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। পরে সেখানে আগুন জালিয়ে দেখেন আগুন জ্বলে উঠছে। তখন বুঝতে পারেন গ্যাস বের হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে লোকজন এসে লাল নিশানা দিয়ে স্থানটি ঘিরে দিয়েছে। 
স্থানীয় বাসিন্দা মো. জামাল সরদার বলেন, এটা কীসের গ্যাস তারা তা জানেন না। এটা সরকারিভাবে পরীক্ষা করা হলে বোঝা যাবে এটা কীসের গ্যাস। 
গলাচিপার ইউএনও মো. মিজানুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ওই বাড়ির লোকজনকে সতর্ক করে এসেছেন। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়কে জানানো হয়েছে এবং তিনি সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করেছেন। মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পরে পদক্ষেপ নেবে। 
 

আরও পড়ুন

×