ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সরকারকে মামুনুল হক

সমর্থন অনন্তকাল থাকবে ভাবলে ভুল করবেন 

সমর্থন অনন্তকাল থাকবে ভাবলে ভুল করবেন 

খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক। ছবি: সমকাল

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪ | ১৯:৪৩

খেলাফত মজলিসের মহাসচিব মুহাম্মদ মামুনুল হক অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেছেন, ‘অনির্দিষ্টকালের জন্য, অনন্তকালের জন্য ক্ষমতায় থাকার কোনো অভিলাষ যেন আপনাদের পেয়ে না বসে। দ্রব্যমূল্য এখনও মানুষের নাগালের বাইরে। শুধু আগস্ট বিপ্লবের সম্মানার্থে, ফ্যাসিস্ট শেখ হাসিনা থেকে মুক্তির সুবাদে জনগণ এখনও বিনা শর্তে আপনাদের সমর্থন করছে, সহযোগিতা দিয়ে যাচ্ছে। আপনারা যদি মনে করেন এই সমর্থন অনন্তকাল থাকবে, তাহলে ভুল করবেন।’ 

আজ বুধবার দুপুরে বরিশাল নগরের দক্ষিণ সদর রোড কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খেলাফত মসলিস জেলা শাখা আয়োজিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের স্মরণে এ সমাবেশ হয়।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো গণহত্যাকারীদের বিচার ও দেশে স্থিতিশীলতা নিশ্চিত করা। এজন্য সব রাজনৈতিক দলের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ করে দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করুন। যত দ্রুত সম্ভব, রাষ্ট্র পরিচালনার আগামী দিনের ম্যাপ প্রকাশ করুন। তিনি বলেন, ‘আমাদের ঐক্য থাকলে বিদেশি কোনো রাষ্ট্র ফ্যাসিবাদের দোসরদের আর চাপিয়ে দিতে পারবে না।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের সমালোচনা করেন মামুনুল হক। 

খেলাফত মজলিসের জেলা আহ্বায়ক মোহাম্মদ জোবায়ের গালিবের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় নেতা জালালুদ্দিন, আতাউল্লাহ আমিন, আবুল হাসানাত জালালী, রফিকুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×