সীমান্তে আবার বিএসএফের গুলি, বাংলাদেশি যুবক নিহত

প্রতীকী ছবি
হালুয়াঘাট (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪ | ২৩:৩৫ | আপডেট: ২৫ অক্টোবর ২০২৪ | ২৩:৫২
ময়মনসিংহের ধোবাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। পরে তার মরদেহ নিয়ে গেছেন বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মুন্সাপাড়া বিজিবি ক্যাম্প দীগলবাঘ সীমান্তে এলাকায় ১১৩৯/৯ এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল করিম (২৬) শেরপুর নারায়নপুর গ্রামের আব্দু সাত্তারের ছেলে।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গতকাল সন্ধ্যার পর সীমান্তে বিকট গুলির আওয়াজ শোনা যায়। এর আগে রেজাউল করিম স্বল্পমূল্যে ওষুধ আনার জন্য ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ সদস্যরা তাকে গুলি করে।
মুন্সাপাড়া বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হযরত আলী বলেন, নিহত রেজাউল করিম অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন বলে তাদের ধারণা।
তিনি বলেন, বিস্তারিত আগামীকাল বলতে পারবো, তবে আমাদের এই দিক দিয়ে মরদেহ হস্তান্তর করা হবে না হয়তো, নাকুগাও স্থলবন্দর দিয়ে হস্তান্তর করা হতে পারে।
- বিষয় :
- হালুয়াঘাট
- বিএসএফের গুলিতে নিহত
- বিএসএফ