ছেলের ‘চুরির অপরাধে’ মাকে পেটালেন মেম্বার, ভিডিও ভাইরাল

ভুক্তভোগী নারীকে পেটাচ্ছেন আইয়ুব আলী। ছবি: ভিডিও থেকে নেওয়া
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ২০:৩২ | আপডেট: ২৭ অক্টোবর ২০২৪ | ২০:৩৩
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় তরুণের বিরুদ্ধে মোটরসাইকেল চুরির অভিযোগ তুলে তাঁর মাকে লাঠি দিয়ে পিটিয়েছেন চরজব্বার ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্য। প্রায় আট মাস আগের এ ঘটনার একটি ভিডিও শনিবার থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। নির্যাতনের কথা স্বীকার করেছেন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আইয়ুব আলী।
ভুক্তভোগীর স্বামী স্থানীয় বিএনপির নেতা। তিনি বলেন, ‘ঘটনাটি আট মাস আগের। মেম্বার আইয়ুব আলী আওয়ামী লীগের রাজনীতি করেন। তিনি আমাকে ৮-৯টি মিথ্যা মামলায় ফাঁসিয়েছেন। সাবেক এমপি একরামুল করিম চৌধুরীর প্রভাবে আইয়ুব আলী আমার ঘরে লুটপাট চালিয়েছে। তাতেও ক্ষান্ত না হয়ে নিরপরাধ ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলে প্রকাশ্যে আমার স্ত্রীকে নির্যাতন করেছে। আমি বিএনপি করায় এভাবে মিথ্যা অভিযোগে নির্যাতন করা হয়েছে। এতদিন ভয়ে কথা বলতে পারিনি। এখন আমি এর বিচার চাই।’
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে, একটি বাড়ির উঠানে মানুষ জড়ো হয়ে আছে। মাঝখানে এক নারীকে জিজ্ঞাসাবাদ করছেন আইয়ুব আলী। ছেলে বিভিন্ন জিনিস চুরির সঙ্গে জড়িত, এ বিষয়ে তিনি জানেন কিনা– এমন প্রশ্নের জবাবে ওই নারী বলেন, তিনি কিছুই জানেন না। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আইয়ুব আলী বসা থেকে দাঁড়িয়ে লাঠি দিয়ে ওই নারীকে সবার সামনে পেটাতে থাকেন।
নির্যাতনের কথা স্বীকার করে আইয়ুব আলী বলেন, ‘ওই পরিবার আমার আত্মীয় হয়। সমাজ রক্ষার স্বার্থে অপরাধী ছেলেকে আশ্রয় দেওয়ায় তার মাকে শাসন করেছি।’
জনপ্রতিনিধি হয়ে আইন নিজের হাতে তুলে নিলেন কেন– জানতে চাইলে তিনি বলেন, ‘তখন বুঝতে পারিনি। আসলে বিষয়টি এভাবে করা আমার উচিত হয়নি। এখন বুঝতে পারছি, এটা খুব অন্যায় হয়ে গেছে।’
চরজব্বর থানার ওসি শাহীন মিয়া বলেন, সাত-আট মাস আগে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ওই নারীর ছেলে জড়িত বলে আইয়ুব আলীর কাছে বিচার দেন তিনি। কিন্তু ছেলের চুরির অপরাধে মাকে জনসমক্ষে নির্যাতন করেন আইয়ুব।
এ ঘটনায় ভুক্তভোগী নারী আজ রোববার বিকেলে থানায় আসেন। তিনি এসব তথ্য জানিয়েছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। শুনেছি গতকাল এলাকা ছেড়ে পালিয়েছেন আইয়ুব আলী। তাঁকে আটকের চেষ্টা চলছে।
- বিষয় :
- নোয়াখালী
- চুরির অভিযোগ
- ইউপি সদস্য