আ’লীগ নেতা মহুল বাফুফের সহ-সভাপতি, বিক্ষোভ

ছবি: সংগৃহীত
ঝিনাইদহ ও হরিণাকুণ্ডু প্রতিনিধি
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ২২:১৯
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি নির্বাচিত হয়েছেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি নাসের শাহরিয়ার জাহিদী মহুল।
এ ঘটনায় রোববার বিকেলে মহুলকে স্বৈরাচারী শেখ হাসিনার দোসর আখ্যা দিয়ে বিক্ষোভ মিছিল করেছে ঝিনাইদহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শহরের শহীদ মিনার এলাকায় বিক্ষোভ থেকে শিক্ষার্থীরা বাফুফে ও মহুলকে নিয়ে নানা স্লোগান দেন।
আন্দোলনের জেলা সমন্বয়ক মো. সজীব বলেন, মহুল ও তাঁর ভাই পৌরসভার চেয়ারম্যান হিজল স্বৈরাচারের অর্থদাতা ছিলেন। এমপি হিসেবে মহুল ছাত্র-জনতার পাশে দাঁড়ালে, আমাদের ওপর এত নির্যাতন হতো না। মহুলের ভাই আন্দোলনে হামলার জন্য লাঠিসোটা ও অর্থ দেন। এমন পরিবারের সদস্যকে আমরা বাফুফেতে মেনে নিতে পারি না। মহুলকে পদত্যাগে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেন তিনি।
জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের দোসর দেশের একটি সর্বোচ্চ ক্রীড়া প্রতিষ্ঠানে, এটি খুবই দুঃখজনক। আন্দোলনকারী ছাত্র-জনতা কখনও এটি সমর্থন করে না।’
- বিষয় :
- বাফুফে নির্বাচন
- আওয়ামী লীগ
- ঝিনাইদহ