ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বালুভর্তি অর্ধশত ট্রাক আটকে দিল জনতা

বালুভর্তি অর্ধশত ট্রাক আটকে দিল জনতা

কমলগঞ্জে স্থানীয়দের হাতে আটক অতিরিক্ত বালুবাহী ভারী ট্রাক সমকাল

 কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৪ | ২৩:২৩

কুলাউড়ায় মনু নদী থেকে উত্তোলিত বালু পরিবহনে ব্যবহার করা হচ্ছে বড় বড় ট্রাক। এসব ট্রাকে করে বালু নেওয়া হয় শ্রীমঙ্গলসহ দেশের বিভিন্ন স্থানে। এমন অর্ধশত ট্রাক আটকে দিয়েছেন স্থানীয়রা।
শনিবার রাতে ও রোববার ভোরে সাবেক পৌর মেয়র আবু ইব্রাহীম জমশেদের নেতৃত্বে স্থানীয় লোকজন এই ট্রাকগুলো আটকে দেন। এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা ও সাবেক মেয়র জমশেদ জানান, অতিরিক্ত বালুভর্তি ১০ চাকার এসব ট্রাকের চাপে পর্যটন এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়ক ধসে যাচ্ছে। ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এসব এলাকার যানবাহনগুলোকে। বারবার নিষেধ করার পরেও তারা কারও কথা আমলে নিচ্ছে না। যার কারণে গত রাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে ট্রাকগুলো আটকে দেওয়া হয়েছে।
জানা গেছে, মৌলভীবাজার সড়ক ও জনপথের আপত্তি উপেক্ষা করে ধারণক্ষমতার চেয়ে বেশি ভারী গাড়িতে বালু পরিবহন হচ্ছে। এতে কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এলাকা থেকে ধলাই নদীর নতুন ব্রিজ এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটছে। এ কারণে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।
কমলগঞ্জ ইউএনও জয়নাল আবেদীন জানান, অতিরিক্ত বালুবোঝাই ট্রাক আটকের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বালু সরবরাহকারী হারুনুর রশীদকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ট্রাকগুলো ছেড়ে দেওয়া হয়।
এর আগে চলতি বছর রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার ব্যাপারে জেলা প্রশাসক বরাবর পাঠানো এক চিঠিতে সড়ক বিভাগ, মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী কায়সার হামিদ জানান, কুলাউড়া-শমশেরনগর-শ্রীমঙ্গল সড়কে ২২ টন লোড বহন করার অনুমোদন রয়েছে। তবে বালু বহনকারী ট্রাকগুলো ধারণক্ষমতার অধিক বালু নিয়ে চলাচল করছে। মহালদারদের ৪০ থেকে ৫০ টন বালু বহনকারী ১০ চাকার ভারী ট্রাক নিয়মিত চলাচলের কারণে ফাউন্ডেশনসহ সড়ক পেভমেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এসব ভারী গাড়িতে বালু পরিবহন বন্ধ হওয়া প্রয়োজন।
 

আরও পড়ুন

×