ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ভাসানচরে নেওয়া হলো আরও ৫০৬ রোহিঙ্গাকে

ভাসানচরে নেওয়া হলো আরও ৫০৬ রোহিঙ্গাকে

ছবি- সংগৃহীত

কক্সবাজার ও নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৪ | ২১:০৪

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পৌঁছেছেন আরও ৫০৬ রোহিঙ্গা। মঙ্গলবার নৌবাহিনীর চারটি জাহাজে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে স্বজনদের দেখতে যাওয়া ৩৯৫ রোহিঙ্গাও ভাসানচরে পৌঁছেছেন।

কক্সবাজারে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসনবিষয়ক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ সামছু-দ্দৌজা নয়ন বলেছেন, এটি চলমান প্রক্রিয়া। কক্সবাজারের ঘনবসতিপূর্ণ আশ্রয় ক্যাম্প থেকে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ভাসানচরে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা বাস করছেন।

ভাসানচর থানার ওসি মো. আবু জাফর বলেন, নতুন আসা রোহিঙ্গাদের প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বিভিন্ন ক্লাস্টারে বসবাসের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×