ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

চাঁদপুরের এসবি খালে পরিচ্ছন্নতা অভিযান

চাঁদপুরের এসবি খালে পরিচ্ছন্নতা অভিযান

এসবি খাল পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। ছবি: সমকাল

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৪ | ১৫:১২ | আপডেট: ০৩ নভেম্বর ২০২৪ | ১৫:৪০

চাঁদপুর জেলা শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া এসবি খালে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকালে শহরের মুন্সেফপাড়া এলাকায় খাল পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জানা গেছে, মেঘনা-ডাকাতিয়ার সঙ্গে যুক্ত খালটি প্রায় সাড়ে তিন কিলোমিটার। এক সময় এ খাল দিয়ে নৌযান চলত এবং শহরের জলাবদ্ধতা নিরসনে ভূমিকা রেখেছিল। 

গত তিন দশকের বেশি সময় ধরে এটি মরাখালে পরিণত হয়েছে। এবার এসবি খালটি বাঁচিয়ে রাখতে চাঁদপুর জেলা প্রশাসন, পৌরসভা, বৈষম্যবিরোধী শিক্ষার্থী এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন জোরালো উদ্যোগ নিয়েছে। 

পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডিক্লিন, রেড ক্রিসেন্ট সোসাইটি, নবজাগরণ গোল্ডেন ফাউন্ডেশন ও পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীসহ দেড় শতাধিক স্বেচ্ছাসেবী।

জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ‘এটি জাতীয় যুব দিবসের কর্মসূচি। সেই কর্মসূচির আলোকে সারা দেশে একটি করে খাল পরিষ্কার করা হচ্ছে। তারই অংশ হিসেবে আমরা চাঁদপুর শহরের এসবি খালকে নির্ধারণ করেছি।’

আরও পড়ুন

×