পদোন্নতির ৮ দিনেই ওএসডি রমেক অধ্যক্ষ মাহফুজার
কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

অধ্যক্ষের পদত্যাগ দাবিতে মিছিল
রংপুর অফিস
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ২১:১৫ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ | ২১:১৯
রংপুর মেডিকেল কলেজের (রমেক) উপাধ্যক্ষ থেকে অধ্যক্ষ পদে পদোন্নতি পাওয়ার আট দিনের মাথায় ডা. মাহফুজার রহমানকে সরিয়ে দেওয়া হয়েছে। আন্দোলনের মুখে মঙ্গলবার বিকেলে তাঁকে ঢাকার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
একই প্রজ্ঞাপনে দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যাপক ডা. শরিফুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করেছেন আন্দোলনকারীরা।
এর আগে অধ্যক্ষের পদত্যাগ দাবিতে পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবার রমেক হাসপাতালে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেন বৈষ্যমবিরোধী চিকিৎসক, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। তারা সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রাখেন। আন্দোলনে সংহতি প্রকাশ করে অংশ নেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীরা। এতে সকাল থেকে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগীরা ভোগান্তিতে পড়েন।
কর্মবিরতি চলাবালীন বিক্ষোভ সমাবেশ বক্তব্য দেন কলেজ উপাধ্যক্ষ সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেন, আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম, ডা. আদেলুজ্জামান রানা, শিক্ষার্থী নিয়াজ শরীফ, নাজমুল সাদাকত তানজিল, ফাতেমা আজাদ প্রমুখ। একই দাবিতে আজ বুধবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।
২৯ অক্টোবর স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ মকবুল হোসেনের সই করা চিঠিতে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদ থেকে শাহ মো. সরওয়ার জাহানকে স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি করা হয়। একই কলেজের উপাধ্যক্ষ মাহফুজার রহমানকে অধ্যক্ষ এবং সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিল। পরদিন থেকে নতুন অধ্যক্ষের অপসারণ দাবিতে বৈষম্যবিরোধী চিকিৎসক, কর্মচারী ও ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ কর্মসূচি চলতে থাকে। আন্দোলনকারীদের দাবি ছিল, বিগত সরকারের দোসর, নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৃষ্ঠপোষক ও শহীদ আবু সাঈদের ময়নাতদন্ত প্রতিবেদন তৈরিতে প্রভাব বিস্তারের অপচেষ্টাকারী অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণ করতে হবে।
আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম জানান, মাহফুজার রহমানকে অপসারণ করায় কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে।
- বিষয় :
- রংপুর মেডিকেল কলেজ
- ওএসডি