মুন্সীগঞ্জে দুর্বৃত্তদের হামলায় প্রবাসীর স্ত্রী খুন

ছবি- সংগৃহীত
সিরাজদীখান ( মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৪ | ১২:৩২ | আপডেট: ০৬ নভেম্বর ২০২৪ | ১২:৩৬
মুন্সীগঞ্জের সিরাজদীখানে লিপি আক্তার (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ৮টায় উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের উত্তর মালবদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিপি আক্তার মানবদিয়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আওলাদ হোসেনের স্ত্রী ও একই উপজেলার মালখানগর ইউনিয়নের নাইসিং গ্রামের নুরু শেখের মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, রাতে ঘর থেকে বেরিয়ে বাথরুমে যান লিপি আক্তার। ফিরতে দেরী দেখে তার ২ সন্তান বাইরে গিয়ে মায়ের রক্তাক্ত দেহ দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর দেয়।
সিরাজদীয়া থানার ওসি খন্দকার হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। গৃহবধুর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ঠিক কি কারনে ওই গৃহবধূ খুন হয়েছে তা জানার চেষ্টা চলছে।
- বিষয় :
- প্রবাসীর স্ত্রীকে হত্যা
- মৃত্যু
- মুন্সীগঞ্জ