সন্ত্রাসীদের হুমকিতে নিরাপত্তাহীনতায় সাংবাদিক পরিবার

অভিযুক্ত বাপ্পী শাহরিয়ার ও দিদারুল আলম। ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১৫:৪২ | আপডেট: ০৮ নভেম্বর ২০২৪ | ১৫:০১
সন্ত্রাসী ও চাঁদাবাজ চক্রের হুমকিতে প্রচণ্ড নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিক ইফতেখারুল ইসলামের পরিবার। তিনি সমকালের সম্পাদকীয় বিভাগের সহসম্পাদক হিসেবে কর্মরত আছেন। সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র নিয়ে তাঁর বাড়িতে হামলা চালিয়ে জমি দখলের চেষ্টা করে এবং দেয়াল ভেঙে দেয়। এ ব্যাপারে আদালতে একটি মামলা হয়েছে।
ইফতেখারুল ইসলাম জানান, চাকরির কারণে তিনি ঢাকায় অবস্থান করেন ও বৃদ্ধ মা-বাবা কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী বানিয়াপাড়া এলাকায় পৈতৃক বাড়িতে থাকেন। এলাকার একটা সন্ত্রাসী গ্রুপ বসতভিটাটি জবরদখলের চেষ্টা চালাচ্ছে। সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর দেলোয়ার হোসেন বাপ্পী ওরফে বাপ্পী শাহরিয়ার ও দিদারুল আলমের নেতৃত্বে একদল লোক সশস্ত্র হামলা চালিয়ে বসতভিটা দখলের চেষ্টা চালায়। তারা কংক্রিটের পাকা দেয়াল ভেঙে দেয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এরপর থেকে গ্রুপটি নানা হুমকি-ধমকি দিচ্ছে। এতে পরিবারটি ব্যাপক নিরাপত্তাহীনতায় ভুগছেন।
স্থানীয়রা জানান, সন্ত্রাসী গ্রুপের সদস্যরা আওয়ামী লীগের রাজনৈতিক ছত্রচ্ছায়ায় দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধ করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলাও রয়েছে। মামলা নম্বর সিআর ৬২৪/২০২৪ ও ৪৮/৩৪৭।
অভিযুক্ত বাপ্পী শাহরিয়ার সমকালকে বলেন, ‘ওনারাই আমার বাবার পৈতৃক জমি দখল করে রেখেছেন। ওই জমিতে দেয়াল নির্মাণ করতে গেলে আমরা তা ভেঙে দিয়েছি।’ তবে বুধবার সরেজমিন দেখা যায়, যেই দেয়ালটি ভাঙা হয়েছে, তা অনেক আগেই নির্মিত।