খুবিতে জাতীয় সিম্পোজিয়াম উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী জাতীয় সিম্পোজিয়ামের উদ্বোধন অনুষ্ঠানে শনিবার বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম সমকাল
খুলনা ব্যুরো
প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ২২:৫৭
খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) শুরু হয়েছে জাতীয় সিম্পোজিয়াম। বিশ্ববিদ্যালয়ের ড. সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবনের ইউআরপি লেকচার থিয়েটারে ‘ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবরেশন ফর আইসিটি-এনাবলড বাংলাদেশ’ শীর্ষক দুই দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করেছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন।
গতকাল শনিবার সকালে সিম্পোজিয়াম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুনর রশিদ খান, ট্রেজারার অধ্যাপক ড. মো. নূরুন্নবী। ডিসিপ্লিন প্রধান অধ্যাপক ড. আবু শামীম মোহাম্মদ আরিফের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সিম্পোজিয়াম আয়োজক কমিটির আহ্বায়ক ও সংশ্লিষ্ট ডিসিপ্লিনের অধ্যাপক ড. কাজী মাসুদুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষার্থী রাধিকা চৌধুরী ও সাকিব মাহমুদ শোভন। এ সময় উপস্থিত ছিলেন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিরা।
এর আগে জাতীয় সিম্পোজিয়াম উপলক্ষে উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসের হাদী চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সিম্পোজিয়াম উদ্বোধন করা হয়।
আয়োজনের প্রথম দিনে ‘সিম্পোজিয়াম টক’ ও ‘ইনোভেশন শোকেসিং’ শীর্ষক দুটি পর্ব অনুষ্ঠিত হয়। সিম্পোজিয়াম টকে দেশের স্বনামধন্য আট প্রতিষ্ঠানের আটজন প্রযুক্তি বিশেষজ্ঞ তাদের জ্ঞানগর্ভমূলক অভিজ্ঞতা তুলে ধরেন। ‘ইনোভেশন শোকেসিংয়ে পাঁচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অর্ধশতাধিক ধারণা ও গবেষণা পোস্টার উপস্থাপন করেন। এ ছাড়া আজ রোববার ‘প্রোগ্রামিং কনটেস্ট’ পর্বে ১২টি বিশ্ববিদ্যালয়ের মোট ৪৭টি দল অংশ নেবে। আয়োজনের অন্যতম আকর্ষণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হ্যাকাথন প্রতিযোগিতা ‘ডেটাথন’। এখান থেকে চূড়ান্ত পর্বে রোববার ১৬টি দল তাদের অ্যালগোরিদম উপস্থাপন করবে। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার দৈনিক সমকাল।
- বিষয় :
- খুবি