ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

‘ক্ষোভ থেকে সাবেক প্রেমিককে হত্যা’

‘ক্ষোভ থেকে সাবেক প্রেমিককে হত্যা’

সুমন মিয়া। ছবি: সংগৃহীত

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৪ | ২০:৫৮

শেরপুরে নিখোঁজের ৮ দিনের পর কলেজছাত্র সুমন মিয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ সুপার, নির্বাহী ম্যাজিস্ট্রেট, সাংবাদিক ও নিহতের স্বজনের উপস্থিতিতে পৌর শহরের সজবরখিলা মহল্লার ফুরকান মিয়ার বাড়ির সবজি ক্ষেতে পুঁতে রাখা লাশটি উদ্ধার করা হয়। রাতেই সুরতহাল করে মরদেহ পাঠানো হয় জেলা হাসপাতাল মর্গে। 

গত ৪ নভেম্বর রাতে শেরপুর পৌর শহরের কসবা বারাকপাড়া নিমতলা মহল্লার নজরুল ইসলামের ছেলে শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সুমন নিখোঁজ হয়। ওই রাতেই ছেলের খোঁজে সুমনের বাবা সদর থানায় জিডি করেন। একপর্যায়ে গত রোববার শেরপুরের পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন সুমনের বাবা নজরুল। আন্নি শেরপুর শহরের বাগরাকসা কাজিবাড়ি পুকুর পাড়ের বাসিন্দা শিক্ষক মো. আজিমউদ্দিনের মেয়ে।

নিহতের অন্য সহপাঠীরা জানায়, সুমনের সঙ্গে একসময় আন্নির প্রেমের সম্পর্ক ছিল। অনেক দিন আগে আন্নির সঙ্গে সুমন সম্পর্ক ছিন্ন করে। একপর্যায়ে আন্নি ক্ষোভে রবিনের সঙ্গে সম্পর্কে জড়ায় এবং সুমনকে শায়েস্তা করার পরিকল্পনা করে। সেই অনুযায়ী, গত ৪ নভেম্বর রাতে সুমনকে ফোন করে আন্নি জরুরি কাজের কথা বলে শেরপুর সরকারি কলেজের সামনে আসতে বলে। সুমন সেখানে এলে তাকে আন্নি, রবিনসহ আরও কয়েকজন মিলে মারধর করে একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এর পর থেকে সুমনের আর হদিস মিলছিল না।

শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, গত সোমবার রাতে ময়মনসিংহ থেকে রবিনকে গ্রেপ্তারের পর হত্যার বিষয়টি পরিষ্কার হয়। রবিন স্বীকার করেছে, আন্নির পরিকল্পনার অংশ হিসেবে সুমনকে শ্বাসরোধে হত্যা করে তারা বাড়ির উঠানে সবজি ক্ষেতে মাটিচাপা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

×