সৈয়দপুরে মাহমুদুর রহমান
ফ্যাসিস্ট সরকার গণমাধ্যমকে স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ১৯:২৮
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে তাদের স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। মালিক ও সম্পাদকদের দোসর বানিয়ে অবৈধ সুবিধা দিয়ে কর্তৃত্ববাদী অপশাসন কায়েম করেছিল। এর বিপরীতে যারা অবস্থান নিয়েছে, শোষকেরা তাদের ওপর নির্যাতনের স্টিম রোলার চালিয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে গণমাধ্যমের স্বাধীনতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ মুক্ত গণমাধ্যম ছাড়া গণতন্ত্রও সুসংগঠিত হয় না। কিন্তু ফ্যাসিস্ট সরকারের সময় গণমাধ্যমগুলো শুধু বাণিজ্যিক দিক বিবেচনা করে পরিচালনা করা হয়েছে। ফলে সাংবাদিকতার মূল লক্ষ্য ও উদ্দেশ্য পূরণে আমরা ব্যর্থ হয়েছি। আর এজন্যই এদেশে বারবার গণতন্ত্রের বিপর্যয় ঘটছে। তাই মুক্তভাবে মত প্রকাশের জন্য আমরা সংগ্রাম করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমার দেশ পত্রিকাই কর্পোরেটমুক্ত। যে কারণে আমার প্রতিনিধিরা মন খুলে দেশ ও জনগণের কথা লিখতে পারতো। যা ফ্যাসিবাদের জন্য বড় কষ্টের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। তাই শেখ হাসিনা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার দেশসহ প্রকৃত সংবাদ মাধ্যমগুলোর কণ্ঠরোধ করতে প্রকাশনা ও প্রচারণা বন্ধ করে দেয়। নতুন বাংলাদেশে স্বাধীনতার প্রকৃত সুফল নিশ্চিত করতে এবং গণতন্ত্রকে সর্বক্ষেত্রে সুসংহত করতে আমার দেশ পত্রিকার মাধ্যমে সঠিক সাংবাদিকতা প্রতিষ্ঠিত করা হবে।
এসময় তিনি উপস্থিত সংবাদকর্মীদের জানান, আমি এখানে আসার প্রধান কারণ হলো রংপুরের সন্তান এ বিপ্লবের মহানায়ক শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করা।
- বিষয় :
- মাহমুদুর রহমান