ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শামীম ওসমানসহ ৯৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

শামীম ওসমানসহ ৯৫ জনের নামে হত্যাচেষ্টা মামলা

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪ | ২২:২৮

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মো. আল-আমিন (৩৬) নামে এক যুবককে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য একেএম শামীম ওসমানকে প্রধান আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। এতে ৯৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ৭টায় মামলা দায়েরের এ বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

একই মামলায় শামীম ওসমান ছাড়াও তার পুত্র অয়ন ওসমান (৩৭), ভাতিজা আজমেরি ওসমান (৪৫), মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম (৫৬), সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি (৫৫), সাবেক কাউন্সিলর নুর উদ্দিন মিয়া (৫৫) ও সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলসহ (৪২) ৯৫ জন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়।

এজাহারে উল্লেখ্য করা হয়, গত ৩ আগস্ট সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ভুক্তভোগীসহ আন্দোলনকারীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় আসামি আমিনুল ইসলাম, ইয়াছিন আরাফাত রাসেলসহ কয়েকজন তাদের হাতে থাকা লোহার রড দিয়ে খুন করার উদ্দেশ্যে বাদীর মাথা লক্ষ্য করে পেটাতে থাকলে ডান হাত দিয়ে প্রতিহত করে।

এ সময় তার ডানহাত লোহার রডের আঘাতে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং হাতের হাড় ভেঙে যায়। পরে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় জনতা উদ্ধার করে তাকে খানপুরের ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করে। এখনো আল আমিন চিকিৎসা নিচ্ছেন বলে এজাহারে উল্লেখ করা হয়।

আরও পড়ুন

×