ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ক্ষীতিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ক্ষীতিশ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২

ছবি: র‌্যাবের সৌজন্যে

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ০৩:১৯

বাগেরহাটের চিতলমারীতে ক্ষীতিশ চন্দ্র গাইন হত্যা মামলার প্রধান আসামমি মো. শফিনুর শেখসহ (৪০) দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-০৬। শুক্রবার সকালে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার কুশুমদিয়া গ্রামে যান চালিয়ে শফিনুকে গ্রেপ্তার করা হয়। এর আগে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার বানারজোর গ্রাম থেকে আরেক আসামি নূর মোহাম্মদকে (৬০) গ্রেপ্তার করেন র‌্যাব সদস্যরা।

গ্রেপ্তার শফিনুর শেখ চিতলমারী উপজেলার চর বড়বাড়িয়া এলাকার মৃত সেকেল উদ্দিন শেখের ছেলে। আর নূর মোহাম্মদ একই গ্রামের মোফেল শেখের ছেলে। গ্রেপ্তারদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে। এদিন সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর চিতলমারী উপজেলার বড়বাড়িয়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে ক্ষীতিশ চন্দ্র গাইন (৬৫) নামের এক চা দোকানিকে হত্যা করে মো. শফিনুর শেখ। ঘটনার একদিন পরে ১৪ নভেম্বর নিহতের ছেলে গোপাল গাইন বাদী হয়ে তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাব-০৬ এর সহকারী পরিচালক (মিডিয়া) ফজলুর রহমান বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারদের চিতলমারি থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×