তাহিরপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনতাই

প্রতীকী ছবি
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৪ | ১১:২৯ | আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ | ১৮:৪৪
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ ছিনিয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টায় তাহিরপুর থানার পূর্বদিকের রাস্তায় এ ঘটনা ঘটে।
ওই ব্যবসায়ী মাহমুদুর রশিদ সাব্বির জানান, তিনি মোবাইল ব্যাংকিংয়ের ব্যবসা করেন। তাহিরপুর বাজারে ব্যবসা শেষ করে মোটরসাইকেলে রায়পাড়ায় বাড়ি ফেরার পথে থানার পূর্বদিকের রাস্তায় পৌঁছালে হঠাৎ তার কাঁধে রাখা ব্যাগটি টান মেরে ছিনিয়ে নেয় কয়েক দুর্বৃত্ত। ব্যাগে চার লাখ ৪৫ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন, একটি রবি ট্যাব ও ৬০টি সিমকার্ড ছিল।
এ ঘটনায় সাব্বির রাতেই তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দেন। পরে পুলিশ সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন সমকালকে বলেন, ‘রাতেই মামলা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। ওই ব্যবসায়ীর টাকা ও মোবাইল সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে।’
- বিষয় :
- টাকা ছিনতাই
- টাকার ব্যাগ
- সুনামগঞ্জ