ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

যুবকের রহস্যজনক মৃত্যু, ‘পুলিশের ব্যতিক্রম’ খতিয়ে দেখতে তদন্ত শুরু

যুবকের রহস্যজনক মৃত্যু, ‘পুলিশের ব্যতিক্রম’ খতিয়ে দেখতে তদন্ত শুরু

ফয়সাল খান ওরফে শুভ। ছবি: সংগৃহীত

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ০৫:৫৩ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১০:৫৬

ময়মনসিংহে ডিবি পুলিশের অভিযানের পর ফয়সাল খান ওরফে শুভ নামের এক তরুণকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধারের পর মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পুলিশ সুপার মো. আজিজুল ইসলাম তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।

এ ঘটনায় পুলিশের কোনো ব্যতিক্রম আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তদন্ত কমিটিতে প্রধান করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেনকে। তরুণী

সদস্য দুই জন হলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) এম এম মোহাইমেনুর রশিদ ও আদালত পরিদর্শক পি এস এম মোস্তাছিনুর রহমানকে।

তদন্ত কমিটির প্রধান ও ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. শামীম হোসেন সোমবার বলেন, তদন্তের মাধ্যমে জানা যাবে আমাদের কোনো ব্যতিক্রম আছে কি না, আমাদের ফোর্স কীভাবে কাজ করেছে, আইনের বিধির মধ্যে ছিল কি না, কতটুকু প্রফেশনালিজম মেইনটেইন (পেশাদারত্ব বজায় রাখা) করে কাজটি করেছে এসব। আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। তদন্ত শেষে প্রতিবেদন দেওয়া হবে।

এলাকাবাসী ও প্রতিবেশীদের দাবি, ওই অভিযানের সময় শুভর প্রেমিকার এক খালাতো ভাই ও অজ্ঞাতপরিচয় আরেক তরুণকে সঙ্গে নিয়ে যায় ডিবি। অভিযানে তাঁদের সঙ্গে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই অভিযান শেষে বেরিয়ে যাওয়ার পর বাসার নিচ থেকে ফয়সালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় তাঁর বাবা সেলিম খান ১২ নভেম্বর কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। ওই মামলায় তরুণীর বাবাসহ ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও পাঁচজনকে আসামি করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

আরও পড়ুন

×