ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

সিলেটে ছাত্রলীগের ৫ মিনিটের ঝটিকা মিছিল, ৩ নেতাকর্মী আটক

সিলেটে ছাত্রলীগের ৫ মিনিটের ঝটিকা মিছিল, ৩ নেতাকর্মী আটক

র‍্যাব-পুলিশের অভিযানে আটক ছাত্রলীগের নেতাকর্মীরা। ছবি: সমকাল

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ১৮:১৫ | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪ | ১৮:১৬

সিলেটে র‍্যাব-পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করা হয়েছে। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‍্যাব-৯ এর অভিযানে তারা আটক হন।

সোমবার দিবাগত রাত ১০টার দিকে নগরীর মধুশহীদ ও এয়ারপোর্ট এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে বলে র‍্যাব-পুলিশ জানিয়েছে।

আটকরা হলেন- বিমানবন্দর আবাসিক এলাকার আয়েশ উদ্দিনের ছেলে ছাত্রলীগের সিলেট এয়ারপোর্ট থানা শাখার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব ও একই শাখার সাংগঠনিক সম্পাদক মিঠুন দেবনাথ। মিঠুন কাকুয়ারপার এলাকার পরিমল দেবনাথের ছেলে।

এছাড়া মধুশহীদ এলাকায় পুলিশ অভিযান চালিয়ে নগরীর জিন্দাবাজার রাধাগোবিন্দ মন্দিরের মানিক চন্দ্র নাথের ছেলে অনিক চন্দ্রকে আটক করে। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে নিশ্চিত করেছে এসএমপির কোতোয়ালি মডেল থানা পুলিশ।

র‍্যাব ও পুলিশ জানায়, তার তিনজনই সোমবার ভোরে নগরীর দরগাগেইট এলাকায় ৫ মিনিটের একটি ঝটিকা মিছিল দেন।

র‍্যাব ও কোতোয়ালি পুলিশ জানায়, সোমবার সিলেট নগরীতে ঝটিকা মিছিল বের করে আওয়ামী লীগের অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। ঝটিকা মিছিলের প্রধান আহ্বায়ক ছিলেন ছাত্রলীগের এয়ারপোর্ট থানার সহ-সভাপতি রাকিবুল হাসান নীরব। তার নেতৃত্বে সোমবার দরগাহ গেইট এলাকা থেকে ঝটিকা মিছিল বের করা হয়।

আরও পড়ুন

×