সাতকানিয়া
ডিবি পরিচয়ে বাড়িতে প্রবেশ, অর্থ-স্বর্ণালংকার লুট

ছবি: সংগৃহীত
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৪ | ২০:৫৬
চট্টগ্রামের সাতকানিয়ায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে এক বাড়িতে ঢুকে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটের অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উত্তর কালিয়াইশ গ্রামের বাসিন্দা ও আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় দেলোয়ার হোসেনের স্ত্রী নিলু আকতার বাদী হয়ে ৭ জনকে অজ্ঞাতনামা বিবাদী করে সাতকানিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে, দেলোয়ার হোসেন স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সোমবার দিবাগত রাত ১টার দিকে সাতকানিয়া থানা পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তারের উদ্দেশে তার বাড়িতে অভিযান চালায়। বাড়িতে তাকে না পেয়ে পুলিশ ফিরে যান। এর দুই ঘণ্টা পর অজ্ঞাত সাতজন যুবক ডিবি পুলিশ পরিচয়ে দরজা খুলতে বলেন। দেলোয়ার হোসেনের শাশুড়ি আফিয়া আরা বেগম দরজা খুলে দেখতে পান যুবকরা মুখে কালো কাপড় পরে আছেন। এরপর তারা বসতঘরে ঢুকে নিলু আকতার ও তার মেয়ে সাইমার মোবাইল ফোন কেড়ে নেয়। একপর্যায়ে আলমারি থেকে দুই ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১ লাখ টাকা নিয়ে যায়। চলে যাওয়ার সময় যুবকরা মোবাইল দুটি টেবিলে রেখে যায়।
ভুক্তভোগী দেলোয়ার হোসেনের স্ত্রী নিলু আকতার বলেন, আমাদের বাসায় প্রথমে পুলিশ এসে আমার স্বামীর খোঁজে একবার তল্লাশি চালায়। এর প্রায় দুই ঘণ্টা পর আরেক দল লোক এসে ডিবি পুলিশ পরিচয় দেয়। আমার মা আফিয়া আরা বেগম সরল বিশ্বাসে বাসার দরজা খুললে তারা আমার বাসায় প্রবেশ করে তল্লাশির নামে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
নিলু আকতারের মেয়ে সাইমা বলেন, তাদের প্রত্যেকের মুখে কালো কাপড় বাঁধা ছিল। তারা ডিবি পুলিশ পরিচয় আমাদের বাসায় প্রবেশ করেছে। বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ নিয়ে যাওয়ার সময় আমি তাদেরকে এসব কেন করছে জিজ্ঞেস করলে তারা আমাকে এবং আমার আম্মুকে গালিগালাজ করেন এবং হুমকি প্রদান করেন। বর্তমানে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
সাতকানিয়া থানার উপ-পরিদর্শক মং থোয়াই হ্লা চাকমা বলেন, বিশ্বস্ত তথ্যসূত্রে আমরা জানতে পারি আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন ওই বাসায় অবস্থান করছেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা ওই বাসায় তল্লাশি চালাই। এরপর তাকে না পেয়ে আমরা ফিরে আসি।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খাঁন বলেন, ডিবি পুলিশ পরিচয়ে বাসা থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটের ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- সাতকানিয়া
- লুটপাট
- আওয়ামী লীগ নেতা
- ডিবি পুলিশ