ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

ব্যারিস্টার সুমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

আদালতে ব্যারিস্টার সুমন। ছবি-সমকাল

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪ | ১৬:২২ | আপডেট: ২১ নভেম্বর ২০২৪ | ১৬:২৩

হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কামরুল হাসান রিমান্ড আদেশ মঞ্জুর করেন। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই লিটন চৌধুরী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী এ পিপি নুরুল ইসলাম চৌধুরী।

তিনি জানান- গত ১৬ জুলাই চুনারুঘাট উপজেলার শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ গোলচত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে ১১ সেপ্টেম্বর সৈয়দ সায়েদুল হক সুমনসহ ৯৭ আসামির নাম উল্লেখ করে প্রায় ২০০ জনের বিরুদ্ধে মামলা হয়। এছাড়াও গত ২২ অক্টোবর রাজধানীর মিরপুর থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। তখন থেকেই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি।

এদিকে, ব্যারিস্টার সুমনের রিমান্ড শুনানির বিষয়ে বৃহস্পতিবার দিন ধার্য করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা সাবেক এই সংসদ সদস্যকে বুধবার হবিগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়।

ব্যারিস্টার সুমনের আইনজীবী মো. সহিদুল ইসলাম বলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মিথ্যা মামলায় সুমনকে জড়ানো হয়েছে। তিনি বলেন- আমরা আদালতকে বলেছি ঘটনার তারিখ ও সময়ে তিনি ঘটনাস্থলে ছিলেন না। আমরা আরও বলেছি এই মামলায় ব্যারিস্টার সুমনের কোন সংশ্লিষ্টতা নেই। মামলায় বলা হয়েছে তিনি পরোক্ষভাবে হুকুম দিয়েছেন। কিন্তু তিনি কার কাছে হুকুম দিয়েছে কি ভাবে দিয়েছেন তার কোনো সত্যতা নেই। মূলত তার ব্যক্তিগত ক্যারিয়ার নষ্ট করার উদ্দেশ্যে তাকে এই মামলায় জড়ানো হয়েছে।

এর আগে ব্যারিস্টার সুমনকে আদালতে নিয়ে আসার সময় দুপুর ১টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা আদালত প্রাঙ্গণে ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করে। এসময় নেতাকর্মীরা সুমনকে বহনকারী প্রিজনভ্যানে ডিম ছুড়ে। এছাড়াও আদালত চলাকালীন সময়ে ব্যারিস্টার সুমনের এক সমর্থক আদালতের ভেতরের ভিডিও ধারণ করার চেষ্টা করলে আইনজীবীরা তাকে ধাওয়া করে। এসময় ওই সমর্থক পালিয়ে যান।

আরও পড়ুন

×