সেই ‘সমন্বয়ক’কে হাতুড়িপেটার অভিযোগ অস্বীকার ছাত্রদলের

ফাইল ছবি
রাজশাহী ব্যুরো
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৪ | ২০:৩৯
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজশাহীর অন্যতম ‘সমন্বয়ক’ সোহেল রানাকে মারধরের অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল। শুক্রবার নগরীর একটি রেস্তোরাঁয় এ নিয়ে সংবাদ সম্মেলন করে রাজশাহী নগর ছাত্রদল।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর কালেক্টরেট মাঠে এবং মাদ্রাসা ময়দান এলাকায় সোহেলের ওপর দুই দফা হামলা হয়। বাঁশ ও হাতুড়ি দিয়ে তাঁকে মারধর করা হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন সোহেল রানা অভিযোগ করেন, রাজশাহী কলেজ ছাত্রদলের জয়, রুহুল আমিনসহ ২০-২৫ নেতাকর্মী দুই দফায় তাঁকে ইচ্ছেমতো পিটিয়েছেন।
ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে নগর ছাত্রদল। সেখানে লিখিত বক্তব্যে নগর ছাত্রদল সভাপতি আকবর আলী জ্যাকি বলেন, বর্তমানে কেউ কেউ ছাত্র আন্দোলনের সমন্বয়ক সেজে নিজের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। সোহেল জাসদ ছাত্রলীগের সক্রিয় নেতা। গত ৫ আগস্টের পর তিনি নিজেকে সমন্বয়ক দাবি করে রাজশাহী কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কিত কর্মকাণ্ড চালাচ্ছেন।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাজশাহীতে সমন্বয়ক কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরই দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। রাজনৈতিক স্বার্থসিদ্ধির লক্ষ্যে ওই ঘটনায় রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মীর নামে মিথ্যা ও ভিত্তিহীন কুৎসা রটনা করেন জাসদ ছাত্রলীগ নেতা সোহেল। অথচ ছাত্রদলের কোনো নেতাকর্মী এ ঘটনার সম্পৃক্ত নন।
এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ, ছাত্রদল নেতা সুলতান আহমেদ রাহি, আদিউল ইসলাম সজীব, মাহমুদুল হাসান লিমন, রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সদস্য সচিব আহমেদ রায়হান প্রমুখ।
এ বিষয়ে সোহেল বলেন, আওয়ামী লীগের এক দোসরকে রাজশাহী কলেজের অধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছিল। আমরা সেটা আটকে দিয়েছি। কিন্তু ওই সময় কলেজ ছাত্রদল অর্থ নিয়ে ওই অধ্যক্ষের পক্ষ নিয়েছিল। তারা এখন প্রতিনিয়ত ছাত্রদের নির্যাতন করছে। এর বিরুদ্ধে আমি কথা বলেছি। আমি যে তাদের বিরুদ্ধে একটা শক্তি, সেটা তারা মানতে পারছে না। এ কারণে আমার ওপর হাতুড়ি নিয়ে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজশাহীতে কোনো সমন্বয়ক পরিষদ গঠিত হয়নি। তবে রাজশাহী কলেজের যেসব শিক্ষার্থী এ আন্দোলনে সামনের সারিতে ছিলেন, তাদের কেউ কেউ নিজেকে ‘রাজশাহীর সমন্বয়ক’ পরিচয় দিয়ে থাকেন। ছাত্রনেতা সোহেল রানা তেমনই একজন। আগে তিনি জাসদ ছাত্রলীগ করতেন। বর্তমানে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত।
- বিষয় :
- রাজশাহী
- সমন্বয়ক
- হাতুড়ি পেটা