‘গাভী দুটি আমি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’

বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৪ | ১১:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ | ১১:৩৪
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আলী মোল্লা (৬০) নামে এক দরিদ্র কৃষকের ২টি গাভী চুরি হয়েছে। বেঁচে থাকার একমাত্র অবলম্বন গাভী ২টি চুরি হয়ে যাওয়ায় কৃষক আলী মোল্লা এখন পাগলপ্রায়। কেঁদে-কেটে খেয়ে না খেয়ে আলী মোল্লার এখন দিন কাটছে।
সোমবার (১৮ নভেম্বর) দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কুরপালা গ্রামে এই চুরির ঘটনা ঘটে। কৃষক আলী মোল্লা কুরপালা গ্রামের মৃত লাহু মোল্লার ছেলে।
আলী মোল্লা বলেন, সোমবার রাতের খাবার খেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালঘরে থাকা গাভী ২টি নেই। ঘরের দরজায় লেখা দেখি ‘আমি আপনার গাভী ২টি চুরি করেছি, আমাকে মাফ করে দিয়েন’। আজ ৫ দিন ধরে আমি বিভিন্ন এলাকাসহ হাট বাজারে অনেক খোঁজাখুজি করেও গাভী ২টি পেলাম না।
তিনি আরো বলেন, এই গাভী ২টি ছিল আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। এরমধ্যে ১টি গাভী গর্ভবতী ছিল। আর কয়েক দিন পরই গাভীটি বাচ্চা দিত। গাভী দুটি নিয়ে বেঁচে থাকার অনেক স্বপ্ন ছিল আমার। সবকিছু যেন শেষ হয়ে গেল।
এব্যাপারে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এলাকার চুরি প্রতিকার নিয়ে কথা বলেছি। বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশদের তৎপরতা বাড়ানোসহ রাতের বেলা থানা পুলিশের টহল জোরদার করা হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. হারুন অর রশীদ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত কৃষককে সমাজকল্যাণ পরিষদ থেকে আর্থিক সহযোগিতা করব। সমাজকল্যাণ পরিষদের আর্থিক সহায়তার সর্বোচ্চ ধাপে তাকে আমরা সহযোগিতা করব।
- বিষয় :
- গরু চোরকারবারী
- চুরি