ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পুলিশ সদস্যদের মারধর করে গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ

পুলিশ সদস্যদের মারধর করে গাড়ি থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ

চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও এক মামলায় সাজাপ্রাপ্ত বিল্লাল শেখ

নড়াইল প্রতিনিধি

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১১:৫৫

নড়াইলে চারটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ও একটি মামলায় সাজা পাওয়া বিল্লাল শেখকে (৫০) পুলিশের গাড়ি থেকে হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৩ নভেম্বর) সন্ধ্যার পর সদরের গোবরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিল্লাল শেখ সদরের গোবরা এলাকার নওফেল শেখের ছেলে। রোববার সকাল ১০টা পর্যন্ত পুলিশ বিল্লালসহ এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, ২০১৮ সালে একটি এনআই অ্যাক্ট (অর্থ জারি) মামলায় বিল্লাল শেখকে ২ মাসের সাজাসহ ৭০ হাজার টাকা অর্থদণ্ডাদেশ দেন আদালত। এ ছাড়া সে চার মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। সদর থানা পুলিশ শনিবার সন্ধ্যার আগে গোপন সংবাদের ভিত্তিতে আসামি বিল্লালকে গোবরা বাজার থেকে গ্রেপ্তার করে হাতকড়া পরিয়ে গাড়িতে ওঠায়। এ সময় স্থানীয় নিউটন শেখের নেতৃত্বে আসামির ছেলে জুয়েল শেখ, তার ভাইয়ের ছেলে শাকিল শেখ ও আত্মীয় রাজীব মোল্যাসহ শতাধিক লোক মোটরসাইকেলে পুলিশের গাড়ির সামনে ব্যারিকেড দিয়ে পুলিশ সদস্যদের মারধর করে আসামিকে ছিনিয়ে নেয়।

তবে নিউটন শেখ এ অভিযোগ অস্বীকার করে সমকালকে বলেন, স্থানীয় কিছু লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অপপ্রচার করছে। তিনি সম্পূর্ণ নির্দোষ বলে দাবি করেন।

নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম জানান, পলাতক আসামি বা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের কাজ চলছে।

আরও পড়ুন

×