ছোট্ট ছাত্রকে বলাৎকারের অভিযোগে গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

প্রতীকী ছবি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪ | ১৭:৪৪
মির্জাপুরে নুরানী শাখার দ্বিতীয় শ্রেণির ছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ সাব্বির মিয়া (২১) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় পৌর এলাকার বাওয়ার কুমারজানী রোডের দারুল ফালাহ ক্যডেট মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাব্বির মিয়া উপজেলার লতিফপুর ইউনিয়নের ফিরিঙ্গিপাড়া গ্রামের সালাম মিয়ার ছেলে।
পুলিশ জানায়, ভুক্তভোগী ওই শিক্ষার্থী (১০) মাদ্রাসার নূরানী বিভাগের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে চতুর্থতলায় আবাসিক কক্ষে থাকতো। এক সপ্তাহ আগে অভিযুক্ত শিক্ষক ওই শিক্ষার্থীকে একা পেয়ে বলাৎকার করে। এই ঘটনা জানতে পেরে শিক্ষার্থীর মা রুবিনা বেগম বাদী হয়ে শনিবার মির্জাপুর থানায় মামলা করেন। পরে সন্ধ্যায় পুলিশ মাদ্রাসা থেকে ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
মাদ্রাসার পরিচালক জুবায়ের হোসেন জানান, শনিবার সন্ধায় মাদ্রাসায় পুলিশ আসার পর আমরা ঘটনাটি জানতে পারি। ওই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে বলে তিনি জানান।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন বলেন, শিক্ষার্থীর মায়ের করা মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মির্জাপুর
- বলাৎকার
- মাদ্রাসায় বলাৎকার