সাঁথিয়ায় আত্মসমর্পণকারী চরমপন্থীকে গলা গেটে হত্যা

প্রতীকী ছবি।
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৬:৩৭
পাবনার সাঁথিয়ায় আত্মসমর্পণ করা চরমপন্থী দলের সাবেক নেতা বাকুল মিয়াকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত বাকুল উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের রাউতি গ্রামের রওশন মিয়ার ছেলে।
গতকাল রোববার রাত ৯টার দিকে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এ সময় বাকুলের ভাতিজা আলেপ হোসেনকে (২৫) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাতে গ্রামের একটি চায়ের দোকানে বসেছিলেন বাকুল মিয়া। এ সময় একই গ্রামের জলিল মাস্টার তাকে ক্ষেত থেকে ধান নিয়ে বাড়িতে পৌঁছে দিতে বলেন। বাকুল তার ভাতিজা আলেপকে সঙ্গে নিয়ে ঘোড়ার গাড়িতে ধান নিয়ে জলিল মাস্টারের বাড়িতে পৌঁছে দেয়। ফেরার পথে রাউতি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে পৌঁছালে সড়কের ওপর একদল দুর্বৃত্ত বাকুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা ভাতিজা আলেপ বাধা দিলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন এসে আহত আলেপকে উদ্ধার করে এবং পুলিশকে খবর দেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান হত্যার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত বাকুল মিয়া আগে চরমপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি আইনের কাছে আত্মসমর্পণ করেছিলেন। কারা বা কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি। তদন্তের পর হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, বাকুল মিয়ার নামে একাধিক মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে সোমবার (২৫ নভেম্বর) ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
- বিষয় :
- গলা কেটে হত্যা
- চরমপন্থী দল
- সাঁথিয়া
- পাবনা