লক্ষ্মীপুর
‘শাহবাগমুখী’ ১০টি যাত্রীবাহী বাস আটকে দিল স্থানীয়রা

পথিমধ্যে কয়েকটি মাইক্রোবাস ও চারটি বড় বাস আটক করে স্থানীয় জনতা। ছবি: সমকাল
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৪ | ১৭:২৪ | আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ | ১৭:৩৫
ঢাকার শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। ঋণ পেতে সমাবেশে যোগ দিতে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ, রামগতি, রায়পুর, রামগঞ্জ ও কমলনগর থেকে ঢাকা অভিমুখে যাত্রা করে কয়েকশো নারী-পুরুষ। সোমবার সকালে তারা রওনা দেয়।
তবে কমলনগর উপজেলার করইতলা বাজার অতিক্রম করার সময় কয়েকটি মাইক্রোবাস ও চারটি বড় বাস আটক করে স্থানীয় জনতা। এ সময় সেনাবাহিনীর সদস্যরা ছুটে এসে পরিস্থিতি শান্ত করেন। সেনাবাহিনী ও পুলিশ তাদের গাড়িগুলো আটক করেছে। ঢাকা আসা যাত্রীরা বাড়ি ফিরেছেন। এ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রশাসন।
গাড়ির যাত্রী হোসনে আরা ও জেসমিন আক্তারসহ কয়েকজন নারী জানান, ২৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে যোগ দিতে তারা ঢাকা যাচ্ছেন। সেখানে পাচার হয়ে যাওয়া অর্থ ফিরিয়ে আনার প্রস্তাবনা দেওয়া হবে। ওই টাকা দেশে ফিরিয়ে এনে প্রত্যেক আবেদনকারীকে ১ লাখ টাকা থেকে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুল ইসলাম জানান, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গুজবে কান না দেওয়ার জন্য এলাকাবাসীকে অনুরোধ জানিয়েছেন তিনি।